কক্সবাজার প্রতিনিধি:
দূরারোগ্য কিডনি রোগে আক্রান্ত কক্সবাজার জেলার রামু উপজেলার চাকমারকুল ইউনিয়নের ৪নং ওয়ার্ডের তেচ্ছিপুল এলাকার বাসিন্দা আমানুল হক ভুট্টো (৩০) জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। তার চিকিৎসার জন্য সহায়তা প্রয়োজন।
আমানুল হক দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছেন। প্রথমে কক্সবাজার ইউনিয়ন হাসপাতালে এক মাস চিকিৎসাধীন থাকার পর ডাক্তারি পরীক্ষায় তার কিডনি রোগ ধরা পড়ে। বর্তমানে ঢাকা মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি।
ইতিমধ্যে তার পরিবার চিকিৎসার ব্যয় মেটাতে এলাকার মানুষের সহায়তা ও নিজের জমি বিক্রি করেছে। তবে চিকিৎসার ব্যয়বহুল খরচ চালিয়ে যাওয়া পরিবারের পক্ষে এখন অসম্ভব হয়ে পড়েছে। এমতাবস্থায়, আমানুল হকের পরিবার দেশের হৃদয়বান ও বিত্তবান ব্যক্তিদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছে।
সাহায্য পাঠানোর ঠিকানা: রোগীর ছোট ভাই হামিদ, বিকাশ/নগদ: ০১৮৮১৯৫৪০৬৯
Leave a Reply