চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, বড় ব্যবসায়ীরা নিজেদের স্বার্থ রক্ষার জন্য রাজনীতিকে ঢাল হিসেবে ব্যবহার করলেও ছোট ও মাঝারি ব্যবসায়ীরা নানা সমস্যায় পড়েছে।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে চট্টগ্রামের কাজীর দেউড়ী ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে “এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা বাংলাদেশ ২০২৫”-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, “বড় ব্যবসায়ীরা ট্যাক্স মওকুফসহ নানা সুবিধা নিয়েছে, কিন্তু ছোট ও মাঝারি ব্যবসায়ীরা তাদের কারণে ধ্বংস হয়েছে। গত ১৬ বছরে এ অবস্থা তৈরি হয়েছে।” মেলার আয়োজন করেছে মিয়া ট্রেড ইন্টারন্যাশনাল। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মো. ইসহাক মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর।
মেলায় ভারত, পাকিস্তান, থাইল্যান্ড, নেপাল, ইরান ও চীনের ব্যবসায়ীসহ দেশি-বিদেশি দুই শতাধিক স্টল রয়েছে। মেলা ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ১ মার্চ পর্যন্ত চলবে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত মেলা খোলা থাকবে, প্রবেশমূল্য নির্ধারণ করা হয়েছে ২০ টাকা।
মেয়র শাহাদাত হোসেন বলেন, “চট্টগ্রাম প্রাচীনকাল থেকেই বাণিজ্যের জন্য প্রসিদ্ধ। একসময় মিয়ানমারের সঙ্গে সরাসরি বাণিজ্যিক সংযোগ ছিল। এই ঐতিহ্য ধরে রাখতে হবে এবং আন্তর্জাতিক পর্যায়ে চট্টগ্রামের সুনাম আরও বাড়াতে হবে।”
তিনি আরও বলেন, “বাংলাদেশের অর্থনীতিকে শক্তিশালী করতে মুক্তবাজার অর্থনীতিতে ফিরতে হবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯৭৫ সালের পর মুক্তবাজার অর্থনীতির দ্বার উন্মুক্ত করেছিলেন, যার ফলে অর্থনীতিতে ব্যাপক অগ্রগতি হয়েছিল। সেই ধারাবাহিকতা ফিরিয়ে আনতে হবে।”
বিশেষ অতিথি আবুল হাশেম বক্কর বলেন, “প্রথমবারের মতো চট্টগ্রামে এ ধরনের আন্তর্জাতিক বাণিজ্য মেলা আয়োজন করা হয়েছে, যেখানে বিভিন্ন দেশের ব্যবসায়ীরা অংশ নিয়েছেন। এর ফলে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে।”
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ভারতের ব্যবসায়ী মিরাজ কাশ্মীর, পাকিস্তানের ব্যবসায়ী আফসা মনসুর, মেলা আয়োজক কমিটির সদস্য ফেরদৌস আহমেদ লিটন, এনায়েত হোসেন ফোরকান, জুনায়েদ আহমেদ এবং অন্যান্য অতিথিরা।
বাণিজ্যিক নগরী হিসেবে চট্টগ্রামের গুরুত্ব বাড়ানোর পাশাপাশি এটিকে পর্যটন নগরী হিসেবে আরও ভালোভাবে প্রচার করার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন মেয়র শাহাদাত।
মেলার উদ্বোধনী অনুষ্ঠান শেষে বিশেষ মোনাজাতের মাধ্যমে দেশের শান্তি, ব্যবসায়ীদের সাফল্য ও অর্থনীতির সমৃদ্ধির জন্য দোয়া করা হয়।
Leave a Reply