মাগুরা জেলার শালিখা উপজেলাধীন ধনেশ্বরগাতি ইউনিয়নের তিলখড়ি গ্রামে সেনাবাহিনীর বিশেষ অভিযান “অপারেশন ডেভিল হান্ট” পরিচালিত হয়েছে। এ অভিযানে অবৈধ অস্ত্রসহ মো. আল আমিন কাজি (৩৬) নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে ১৪ বীর মাগুরা আর্মি ক্যাম্পের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন বিএ-৭৩৩২ লেফটেন্যান্ট কর্ণেল আনন্দ মোস্তফা মিশু, পিএসসি, অধিনায়ক, ১৪ বীর। এছাড়া অভিযানে অংশগ্রহণ করেন বিএ-১০০৩৩ মেজর সাফিন আল সাইফ পলক।
আটকের সময় তার আয়ত্বে থাকা এক নলা বন্দুক – ১টি, বন্দুকের গুলি – ১ রাউন্ড, দেশীয় রামদা – ১১টি, দেশীয় দা – ১টি, চাইনিজ কুড়াল – ১টি, চাপাতি – ১টি, হকিস্টিক – ১টি, ঢাল – ৪টি, স্ট্যাম্প – ১০টি উদ্ধার করা হয়।
সেনাবাহিনীর সূত্র জানায়, আটক ব্যক্তির বিরুদ্ধে অবৈধ অস্ত্র রাখা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত করার অভিযোগ রয়েছে। অভিযানে উদ্ধারকৃত অস্ত্রগুলো আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে সেনাবাহিনী ও স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী আরও তদন্ত চালিয়ে যাচ্ছে বলে জানা গেছে।
Leave a Reply