নিজস্ব প্রতিবেদক
খুলনায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় (৫০) এক ব্যক্তি নিহত হয়েছেন।
রবিবার (১৬ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে খুলনা রেলস্টেশনসংলগ্ন এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। খবর পেয়ে রেলওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাজশাহী থেকে খুলনায় আসা সাগরদাড়ি এক্সপ্রেস ট্রেনটি স্টেশনে যাত্রী নামিয়ে ওয়াস ফিল্ডে যাচ্ছিল। এ সময় নিউ মার্কেট জীবন বীমা অফিস এবং নূর শপিং সেন্টারের সংলগ্ন গলির পাশ দিয়ে এক ব্যক্তি দৌড়ে এসে ট্রেনের নিচে ঝাঁপ দেন। ট্রেনটি তার ওপর দিয়ে চলে গেলে তার মাথা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।
স্থানীয়রা পুলিশে খবর দিলে রেলওয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
খুলনা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করে বলেন,
“নিহতের পরিচয় জানার চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।” নিহত ব্যক্তি ইচ্ছাকৃতভাবে ট্রেনের নিচে ঝাঁপ দিয়েছেন নাকি দুর্ঘটনাবশত সেখানে পড়েছেন, তা কেউ নিশ্চিত করতে পারেননি।
পুলিশ এ ঘটনায় আরও তথ্য সংগ্রহ করছে এবং পরিচয় শনাক্তের চেষ্টা চালাচ্ছে।
Leave a Reply