নিজস্ব প্রতিবেদক :
ঢাকা, ২০২৫: অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, গুমের ঘটনা নতুন কিছু নয়, আয়নাঘরও আজকের সৃষ্টি নয়। নির্বিচার নিপীড়নের ঘটনা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাসনামল থেকেই বিদ্যমান।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) ঢাকার পিআইবিতে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, “শেখ মুজিব যে পরিবর্তন আনতে পারেননি, শেখ হাসিনা তারই রেপ্লিকা অনুসরণ করে বাংলাদেশের জনগণের ওপর নিপীড়ন চালিয়েছেন। ১৯৭২ থেকে ১৯৭৫ সালে বিরোধী দলের ওপর যে ধরনের নিপীড়ন চালানো হয়েছিল, সেই একই স্টাইলে শেখ হাসিনাও বাংলাদেশের মানুষের ওপর নিপীড়ন চালিয়েছেন।”
উপদেষ্টা মাহফুজ আলম বলেন, “ওই সময় বাংলাদেশ সেনাবাহিনীর বিকল্প হিসেবে জাতীয় রক্ষীবাহিনী নামে একটি বাহিনী তৈরি করা হয়েছিল। তার মেয়ে শেখ হাসিনা আলাদা করে নতুন কোনো বাহিনী তৈরি করেননি, বরং বাংলাদেশ পুলিশকে জাতীয় রক্ষীবাহিনীর মতো ব্যবহার করেছেন এবং বিজিবিকে সীমান্ত রক্ষা থেকে এনে রক্ষীবাহিনীতে রূপান্তর করেছেন।”
এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে বিভিন্ন মহলে আলোচনা ও প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
Leave a Reply