বিনোদন ডেক্স :
বর্তমান সময়ের সেনসেশন অভিনেত্রী শ্রীলীলা। দক্ষিণ ভারতের এই অভিনেত্রীর গ্ল্যামারে মোহিত গোটা দেশ। গত বছর ‘পুষ্পা ২’-এর আইটেম গানে নেচে বাজিমাৎ করেছেন তিনি। সম্প্রতি কার্তিক আরিয়ানের সঙ্গে ‘আশিকি থ্রি’-এর ফার্স্ট লুক টিজারে দেখা মিলেছে তার। সব মিলিয়ে ক্যারিয়ারের সোনালি সময়ে রয়েছেন তিনি।
ব্যক্তিগত জীবনে এখনো অবিবাহিত শ্রীলীলা। প্রেম নিয়ে মুখ খোলেন না খুব একটা। তবে জানেন কি, মাত্র ২৩ বছর বয়সেই মা হয়েছেন এই অভিনেত্রী! ২০২২ সালে তিনি বিশেষ চাহিদাসম্পন্ন দুই শিশুকে দত্তক নেন।
জানা যায়, একটি অনাথ আশ্রমে গিয়ে গুরু ও শোভিতা নামে দুই বিশেষ চাহিদাসম্পন্ন শিশুর সঙ্গে দেখা হয় তার। শিশু দুটির সরলতা ও কথাবার্তা তাকে গভীরভাবে নাড়া দেয়। এরপরই তিনি সিদ্ধান্ত নেন, তাদের সুন্দর একটি জীবন উপহার দেবেন। সে সিদ্ধান্তের ফলেই তিনি দুই শিশুকে দত্তক নেন।
এই ঘটনা ঘটে তার ‘টু লাভ’ সিনেমার আগে, যেখানে তিনি একজন অল্প বয়সী মায়ের চরিত্রে অভিনয় করেছিলেন। বাস্তবেও এই সিদ্ধান্ত নেওয়ায় ভক্তদের কাছ থেকে প্রশংসা কুড়িয়েছেন তিনি।
বর্তমানে বলিউডেও তার জনপ্রিয়তা বাড়ছে। অনুরাগ বসুর আসন্ন মিউজিক্যাল সিনেমায় তিনি নায়িকা চরিত্রে অভিনয় করছেন। ছবিতে নায়ক কার্তিক আরিয়ান, যাঁর বিপরীতে আগে তৃপ্তি দিমরির নাম থাকলেও শেষ পর্যন্ত বাদ দেওয়া হয় তাকে। সম্প্রতি কার্তিক তার সামাজিক মাধ্যমে ‘আশিকি থ্রি’-এর প্রথম ঝলক শেয়ার করেন, যেখানে দেখা গেছে শ্রীলীলাকে। এই সিনেমার মাধ্যমেই বলিউডে অভিষেক হচ্ছে তার। সিনেমাটি মুক্তি পাবে চলতি বছরের দীপাবলিতে।
এর আগে ‘পুষ্পা ২’-এর আইটেম গানে নেচে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন শ্রীলীলা। সূত্র অনুযায়ী, তিনি এই আইটেম গানের জন্য ২ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন। যদিও তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করেননি। তবে এই মুহূর্তে শ্রীলীলা মানেই উন্মাদনা, তা বলাই বাহুল্য।
Leave a Reply