কুড়িগ্রাম প্রতিনিধি :
কুড়িগ্রামের চর রাজিবপুরে দুর্যোগকালীন সময়ে নারী ও কিশোরীদের দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা ও মানসিক স্বাস্থ্যসেবা বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার লাইট হাউজের উদ্যোগে ইনক্লুসিভ ডিজাস্টার রেজিলিয়েন্স প্রকল্পের আওতায় ইউরোপিয়ান ইউনিয়ন, আর্টিকেল ১৯ ও ফ্রি প্রেস আনলিমিটেডের আর্থিক সহায়তায় উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের হলরুমে দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে ৩৫ জন নারী ও কিশোরী অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর আহমেদ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, চর রাজিবপুর উপজেলার তিনটি ইউনিয়ন প্রতিবছর বন্যার কবলে পড়ে, যার ফলে বহু ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হয়ে যায়। এতে বিপুলসংখ্যক মানুষ আশ্রয় কেন্দ্রে ঠাঁই নিতে বাধ্য হন। এ বাস্তবতায় লাইট হাউজের এ উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ। তিনি প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বলেন, এখানে আলোচনা করা বিষয়গুলো নিজেদের পরিবার ও এলাকায় ছড়িয়ে দিতে হবে, যাতে আরও বেশি মানুষ উপকৃত হতে পারেন।
বিশেষ অতিথি ও প্রশিক্ষক হিসেবে কর্মশালায় উপস্থিত ছিলেন চর রাজিবপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মো. হাসিবুর রহমান। তিনি দুর্যোগকালীন সময়ে নারী ও কিশোরীদের মানসিক স্বাস্থ্য সমস্যা মোকাবিলায় সচেতনতার গুরুত্ব তুলে ধরেন এবং হতাশাগ্রস্ত না হয়ে দ্রুত স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করার পরামর্শ দেন।
এ প্রশিক্ষণ কর্মশালায় আরও প্রশিক্ষণ দেন লাইট হাউজের উপপরিচালক সাদিক আল হায়াত ও প্রকল্প সমন্বয়কারী জাহাঙ্গীর আলম। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা সমন্বয়কারী জিতেন চন্দ্র দাস। কর্মশালায় অংশগ্রহণকারীরা দুর্যোগকালীন পরিস্থিতিতে মানসিক স্বাস্থ্য ও ঝুঁকি ব্যবস্থাপনা সম্পর্কে গুরুত্বপূর্ণ জ্ঞান লাভ করেন।
Leave a Reply