নিজস্ব প্রতিবেদক:
অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, “আমরা ক্ষমতা নেইনি, দায়িত্ব নিয়েছি।” দেশের অর্থনীতি যখন সংকটের মধ্যে ছিল, তখন তা পুনরুদ্ধারে সক্রিয় ভূমিকা রাখতে হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
শনিবার (২২ ফেব্রুয়ারি) রাজধানীর সিএ ভবনের আইসিএবি মিলনায়তনে বণিক বার্তার আয়োজনে ‘গর্ভনরের স্মৃতিকথা’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, “বাংলাদেশ অর্থনীতি কোন অবস্থায় ছিল, তা বাইরে থেকে বোঝা যাবে না। আমরা খাদের কিনারায় দাঁড়িয়ে থাকা অর্থনীতিকে টেনে তুলছি।”
অনুষ্ঠানে তিনি বলেন, “গ্রন্থটিতে আমি শুধু গভর্নর হিসেবে দায়িত্বপালনের অভিজ্ঞতা নয়, বরং আমার জীবনের নানা স্মৃতি তুলে ধরেছি। ২০১৯ সালে এর প্রথম সংস্করণ প্রকাশিত হয়েছিল। এবারের সংস্করণে আরও কিছু বিষয় যুক্ত হয়েছে।”
বর্তমান দায়িত্ব প্রসঙ্গে তিনি বলেন, “আমরা ক্ষমতা নেইনি, দায়িত্ব নিয়েছি।” দেশের অর্থনৈতিক সংকট মোকাবিলায় সবাইকে সহযোগিতার আহ্বান জানান তিনি।
ড. সালেহউদ্দিন আহমেদ আরও বলেন, “আমরা বাঙালিরা বিদেশিদের কাছে নিজেদের সমালোচনা করি। কেউ উপরে উঠতে চাইলে তাকে টেনে নামানোর প্রবণতা রয়েছে। আমাদের উচিত নিজেদের প্রতি সম্মান বজায় রাখা এবং একসঙ্গে এগিয়ে যাওয়া।”
অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক ড. রাশেদ আলী তিতুমীর বলেন, রাজনীতি সম্পর্কে জানা না থাকলে গভর্নর হওয়া যায় না। ড. সালাহউদ্দিন আহমেদের রাজনীতি সম্পর্কে বাস্তব ধারণা ছিল, যা গভর্নর হিসেবে দায়িত্ব পালনে কাজে লেগেছে।”
সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) ফেলো অধ্যাপক মোস্তাফিজুর রহমান বলেন, “এই বইটি তার কর্মজীবনের বাস্তব অভিজ্ঞতা তুলে ধরেছে। তিনি নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে উঠে এসে রাষ্ট্রের নীতিনির্ধারণী পর্যায়ে পৌঁছেছেন, যা তরুণদের জন্য অনুপ্রেরণার বিষয়।”
অর্থনীতিবিদ ও বাংলাদেশ উন্নয়ন গবেষণা পরিষদের (বিআইডিএস) সাবেক গবেষণা পরিচালক ড. রুশিদান ইসলাম রহমান বলেন, “সরকারি কর্মকর্তাদের গ্রাম পর্যায়ে কাজ করা কতটা জরুরি, তা তার লেখায় উঠে এসেছে। তিনি নিয়মিত উপজেলা পর্যায়ে পরিদর্শনে যেতেন, যা তাকে দেশের প্রান্তিক জনগোষ্ঠীকে বোঝার ক্ষেত্রে সহায়তা করেছে।”
অর্থনীতিবিদ ড. মাহাবুব উল্লাহ বলেন, “শিক্ষার গুরুত্ব বইটির অন্যতম শিক্ষা। যেকোনো পর্যায়ে থেকে সাফল্য অর্জনে শিক্ষা মূখ্য ভূমিকা রাখে।”
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, এনবিআরের সাবেক চেয়ারম্যান আব্দুল মজিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক ড. মারুফুল ইসলাম, সাবেক ব্যাংকার ও লেখক ফারুক মঈনউদ্দিন।
বণিক বার্তার প্রকাশক দেওয়ান হানিফ মাহমুদ বলেন, “২০১৯ সালে বইটির প্রথম সংস্করণ প্রকাশ করা হয়েছিল, এবার তার বর্ধিত সংস্করণ প্রকাশিত হলো। এটি বাংলাদেশের অর্থনৈতিক বাস্তবতা বোঝার জন্য একটি গুরুত্বপূর্ণ দলিল।”
অনুষ্ঠানে বিভিন্ন খাতের নীতিনির্ধারক, অর্থনীতিবিদ, গবেষক ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply