ছাতক প্রতিনিধি:
সুনামগঞ্জের ছাতকে হিউম্যানিটি অব সোশ্যাল ওয়েলফেয়ার-এর উদ্যোগে জমকালো স্বেচ্ছাসেবী মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ ফেব্রুয়ারি) দিনব্যাপী উপজেলার গোবিন্দগঞ্জ তানজিনা কমিউনিটি সেন্টারে এ মিলনমেলার আয়োজন করা হয়।
সংগঠনের সভাপতি হাফিজ রফিকুল ইসলামের সভাপতিত্বে, সহ-সভাপতি পাবেল অভি ও কর্ণ বাবু দাশের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল বক্তব্য রাখেন বেওয়ারিশ সেবা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মো. শওকত হোসেন পিপিএম।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কোয়ান্টাম ফাউন্ডেশন ছাতক সেলের আহ্বায়ক হাজী রাসেল মাহমুদ। অনুষ্ঠানটির উদ্বোধক ছিলেন ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সুফি আলম সুহেল।
বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ এস ক্যাডেট অ্যাসোসিয়েশন (বেকা) সুনামগঞ্জ ইউনিটের সহ-সভাপতি শাফি মো. বদরুদ্দোজা, জনতা মহাবিদ্যালয়, মঈনপুরের সহকারী অধ্যাপক মো. ফয়ছল আহমদ, ইউনিয়ন ব্যাংক (পিএলসি) গোবিন্দগঞ্জ শাখার ইনচার্জ জামিল আহমদ, হিউম্যানিটি অব সোশ্যাল ওয়েলফেয়ারের উপদেষ্টা ফয়জুল হক, ছফির আহমদ, আব্দুল ওয়াহিদ, সংগঠনের আহ্বায়ক রুবেল মিয়া, সালমান আহমদ, সহ-সভাপতি সাব্বির আহমদ ইমন, সাধারণ সম্পাদক জুনেদ আহমদ, সাংগঠনিক সম্পাদক নাহিয়ান আহমদ মিনার, অর্থ সম্পাদক সাহেদ আহমদ, প্রবাসী সদস্য হেলাল আহমদ, তানভীর হোসেন ইমন।
এ অনুষ্ঠানে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ২০০টি সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। মিলনমেলার সূচনা হয় পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে, যা পরিবেশন করেন হাফিজ আজহার নাইম।
স্বেচ্ছাসেবী কার্যক্রমকে আরও সুসংগঠিত ও সম্প্রসারিত করার লক্ষ্যে আয়োজিত এ মিলনমেলায় অতিথিরা মানবসেবার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন এবং স্বেচ্ছাসেবকদের উৎসাহিত করেন।
Leave a Reply