নওগাঁ সংবাদদাতা:
নওগাঁর মান্দায় উত্তরা ডিগ্রি কলেজের ৩০ বছর পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনে প্রথম পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার দিনব্যাপী এ উৎসবে র্যালি, আলোচনা সভা, গুণীজন সম্মাননা, কৃতী শিক্ষার্থী সংবর্ধনা, স্মৃতিচারণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সকাল ৮টায় রঙ-বেরঙের ব্যানার, বেলুন-ফেস্টুনসহ বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের আকর্ষণীয় শোভাযাত্রার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। শান্তির প্রতীক পায়রা উড়িয়ে উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর ড. মো. মতিয়ার রহমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজ পরিচালনা কমিটির সভাপতি এডভোকেট মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্স অনুষদের ডিন প্রফেসর ড. খন্দকার মো. মোজাফফর হোসেন।
স্বাগত বক্তব্য রাখেন উত্তরা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাহবুব হোসেন, আর স্মৃতিচারণ করেন মালশিরা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক শ্রী অজিত কুমার।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মান্দা উপজেলা বিএনপির আহ্বায়ক মো. শফিকুল ইসলাম বাবুল চৌধুরী, সাবেক উপজেলা বিএনপি সভাপতি মকলেছুর রহমান মকে, কুশুম্বা ইউনিয়নের চেয়ারম্যান নওফেল আলী মণ্ডল, নওগাঁ অ্যাডভোকেট বার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শওকত ইলিয়াস, অ্যাডভোকেট বিশ্বজিৎ কুমার এবং উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সিদ্দিক হোসেন।
দ্বিতীয় পর্বে স্মৃতিচারণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
১৯৯৪ সালে প্রতিষ্ঠিত উত্তরা ডিগ্রি কলেজ শিক্ষা ও শৃঙ্খলার ক্ষেত্রে দৃষ্টান্ত স্থাপন করেছে। ৩০ বছর ধরে প্রতিষ্ঠানটি শিক্ষার গুণগত মান বজায় রেখে সফলভাবে এগিয়ে যাচ্ছে।
সমাপনী বক্তব্যে কলেজ গভর্নিং বডির সভাপতি ও নওগাঁ জজ কোর্টের এপিপি এডভোকেট মিজানুর রহমান বলেন, “মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত, নিরপেক্ষ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে উত্তরা ডিগ্রি কলেজকে গড়ে তুলতে এবং শিক্ষার মানোন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।”
Leave a Reply