অনলাইন ডেক্স :
ক্রিকেটবিশ্বে ভারত-পাকিস্তান ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা। বহুবছর ধরে দ্বিপক্ষীয় সিরিজ না হওয়ায় আইসিসি বা এসিসির কোনো টুর্নামেন্টে মুখোমুখি হলেই উত্তেজনার পারদ চরমে পৌঁছায়। এবারের চ্যাম্পিয়নস ট্রফিতেও তার ব্যতিক্রম হয়নি। তবে এবার উত্তেজনা যেন মাঠ ছাড়িয়ে পৌঁছে গেছে কারাগারেও!
পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের বিভিন্ন কারাগারে বন্দিদের জন্য বিশেষভাবে ভারত-পাকিস্তান ম্যাচ দেখার ব্যবস্থা করা হয়েছে। প্রদেশটির পুলিশ মহাপরিদর্শক (কারা) জানিয়েছেন, পাঞ্জাবের স্বরাষ্ট্রসচিব নুরুল আমিন মেনগালের নির্দেশে রাওয়ালপিন্ডিসহ মোট ৪৪টি কারাগারে টেলিভিশনের মাধ্যমে এই ম্যাচ সম্প্রচারের ব্যবস্থা করা হয়।
প্রায় তিন দশক পর পাকিস্তানের মাটিতে আইসিসির কোনো টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে। এমন ঐতিহাসিক উপলক্ষ বন্দিদের কাছেও স্মরণীয় করে রাখতে প্রশাসনের এই ব্যতিক্রমী উদ্যোগ। টস জিতে ব্যাটিংয়ে নেমে পাকিস্তানের পারফরম্যান্স বেশ ভালোই ছিল। নিউজিল্যান্ডের কাছে প্রথম ম্যাচে হারের পর আজ জয়ের লক্ষ্যে মরিয়া পাকিস্তান দল।
প্রতিবেদন লেখা পর্যন্ত ২৬ ওভারে পাকিস্তানের সংগ্রহ ১০৭ রান, হারিয়েছে ২টি উইকেট। সৌদ শাকিল ৩৭ রান করে আউট হয়েছেন, আর অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান ২৪ রানে ব্যাট করছেন। পাকিস্তান কি জয়ের পথে ফিরতে পারবে, নাকি ভারত রুখে দেবে তাদের স্বপ্ন—তা দেখার অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা, এমনকি কারাগারের বন্দিরাও!
Leave a Reply