রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৯:০০ অপরাহ্ন

২৫ ফেব্রুয়ারি ‘জাতীয় শহীদ সেনা দিবস’ ঘোষণা করলো সরকার

  • আপডেট টাইম : রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫, ৪.৫৩ অপরাহ্ণ
  • ১২০ বার

অনলাইন ডেক্স :

প্রতিবছর ২৫ ফেব্রুয়ারি দিনটিকে ‘জাতীয় শহীদ সেনা দিবস’ হিসেবে ঘোষণা করেছে সরকার। আজ রবিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রকাশিত এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন উপসচিব তানিয়া আফরোজ।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, দিবসটি সরকারি ছুটি ছাড়া ‘গ’ শ্রেণীভুক্ত জাতীয় দিবস হিসেবে পালিত হবে। যথাযথ মর্যাদায় দিবসটি পালনের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় সংঘটিত মর্মান্তিক হত্যাকাণ্ডে ৫৭ জন সেনা কর্মকর্তাসহ ৭৪ জন নিহত হন। সেই শোকাবহ ঘটনার স্মরণে সরকার রাষ্ট্রীয়ভাবে এই দিবসটি পালনের সিদ্ধান্ত নিয়েছে, যা সেনা সদস্যদের আত্মত্যাগের জাতীয় স্বীকৃতিস্বরূপ।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Footer Widget

Footer Widget

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© 2019, All rights reserved.
Design by Raytahost.com