মাগুরা প্রতিনিধি :
জাতীয় নির্বাচনের আগে যে কোনো ষড়যন্ত্র রুখে দিতে তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ। তিনি বলেন, “সংস্কার সংস্কার বলে নির্বাচন বন্ধ করা যাবে না। সমস্ত ষড়যন্ত্র উপেক্ষা করেই নির্বাচন অনুষ্ঠিত হবে।”
সোমবার দুপুরে মাগুরা শহরের নোমানী ময়দানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় রাখা, অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণ এবং ফ্যাসিবাদবিরোধী চক্রান্ত মোকাবেলার দাবিতে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
জেলা বিএনপি আহ্বায়ক আলী আহমেদের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির সহ-ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি অ্যাডভোকেট নেওয়াজ হালিমা আরলী। এছাড়াও বক্তব্য দেন মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন, জেলা বিএনপি নেতা কুতুবউদ্দিন, আমিনুর রহমান খান পিকুল, আশরাফুল আলম জোয়ারদার, মাসুদ হাসান খান কিজিল, মাগুরা জেলা জাতীয়তাবাদী যুবদলের সভাপতি অ্যাডভোকেট ওয়াসিকুর রহমান কল্লোলসহ অনেকে।
সমাবেশটি পরিচালনা করেন মাগুরা জেলা বিএনপির সদস্য সচিব মনোয়ার হোসেন খান। প্রধান অতিথি আব্দুস সালাম আজাদ তার বক্তব্যে আরও বলেন, “অনেকে বলেন ছাত্র আন্দোলনের মুখে সরকার পালিয়ে যেতে বাধ্য হয়েছে। কিন্তু সত্য হলো, ছাত্রদের দাবি ছিল কোটা সংস্কার, আর তারেক রহমানের দাবি ছিল স্বৈরাচারী হাসিনার পতন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। ছাত্ররা পুলিশের সঙ্গে আপোষ করলেও তারেক রহমান আপোষ মানেননি। তার নেতৃত্বে ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা ক্ষমতা হারাতে বাধ্য হয়েছে।”
তত্ত্বাবধায়ক সরকারের উদ্দেশে তিনি বলেন, “সংস্কারের নামে নানা খেলা চলছে, ষড়যন্ত্র হচ্ছে। কিন্তু কোনো ষড়যন্ত্রই জনগণকে দাবিয়ে রাখতে পারবে না। তারেক রহমানের নেতৃত্বে জাতি ঐক্যবদ্ধ ছিল, এখনও আছে এবং ভবিষ্যতেও থাকবে। আমাদের লক্ষ্য একটি কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠা করা।”
Leave a Reply