শ্যামনগর সংবাদদাতা :
শ্যামনগর উপজেলার কাশিমাড়ীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতবাড়ি সহ ঘরের বিভিন্ন মালামাল ও নগদ টাকা পুড়ে গেছে। বুধবার দিবাগত রাতে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুন লেগে কাশিমাড়ী গ্রামের শাহিনুর রহমানের বসতবাড়ি সম্পূর্ণ ভস্মীভূত হয়।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে বুধবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন শ্যামনগর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছাঃ রনি খাতুন। তিনি জানান, জেলা প্রশাসক মোস্তাক আহমেদ স্যারের সহযোগিতায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারকে নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। পাশাপাশি ক্ষতির বিস্তারিত বিবরণ দিয়ে আবেদন করতে বলা হয়েছে, যাতে সরকারি সহায়তার পরিধি বাড়ানো যায়। তিনি দুর্ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে সমাজের ধনাঢ্য ব্যক্তিদের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। এসময় উপস্থিত ছিলেন শ্যামনগর সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল রিফাত।
ক্ষতিগ্রস্ত শাহিনুর রহমান বলেন, ‘আমার স্ত্রী ও শিশু সন্তানরা ঘুমাচ্ছিল, আমি বাড়িতে ছিলাম না। আগুন দেখে আমার স্ত্রী দ্রুত সন্তানদের ঘর থেকে বের করে আনতে সক্ষম হয়।’
কাশিমাড়ী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফারুক হোসেন বলেন, ‘স্থানীয় গ্রামবাসীরা আগুন নেভানোর চেষ্টা করলেও ঘরের ভেতরে থাকা মালামাল সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। নগদ সাড়ে চার লক্ষ টাকা, একটি মোটরসাইকেল, ফ্রিজসহ সকল আসবাবপত্র পুড়ে গেছে, ফলে পরিবারটি মারাত্মক ক্ষতির মুখে পড়েছে।’ এসময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন ওই এলাকার ইউপি সদস্য শাহাবুদ্দিন, বাবলুর রহমানসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিরা।
Leave a Reply