কলাপাড়া প্রতিনিধি :
খেপুপাড়া নেছারুদ্দীন কামিল মাদ্রাসার গভর্নিং বডির (আলিম ও ফাযিল পর্যায়) অভিভাবক সদস্য নির্বাচনে মোস্তাফিজুর রহমান (চেয়ার প্রতীক) বিজয়ী হয়েছেন।
২৬ ফেব্রুয়ারি, বুধবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত ভোটগ্রহণে তিনি ১৮৩ ভোটের মধ্যে ১৩৬ ভোট পেয়ে বিজয় অর্জন করেন। তার প্রতিদ্বন্দ্বী গাজী আব্বাস উদ্দিন বাচ্চু (কলম প্রতীক) পেয়েছেন ৪৭ ভোট।
নির্বাচনটি সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে, এবং এতে মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উৎসাহ ও আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে।
মোস্তাফিজুর রহমানের বিজয়ের পর নতুন গভর্নিং বডির নেতৃত্বে মাদ্রাসার উন্নয়ন এবং শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আশাবাদ ব্যক্ত করেছেন স্থানীয়রা।
Leave a Reply