লালমনিরহাট প্রতিনিধি :
পবিত্র মাহে রমজান উপলক্ষে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, বাজার ব্যবস্থাপনা, পরিস্কার-পরিচ্ছন্নতা, আইনশৃঙ্খলা রক্ষা ও নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে লালমনিরহাট জেলা প্রশাসনের উদ্যোগে এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন লালমনিরহাট জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার। সভায় আরও বক্তব্য রাখেন পুলিশ সুপার তরিকুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক রাজিব আহসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাহবুবুর রহমান ও চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি শেখ আব্দুল হামিদ বাবু।
লালমনিরহাট জেলা প্রশাসন ও চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির যৌথ আয়োজনে অনুষ্ঠিত এই সভায় ব্যবসায়ী প্রতিনিধি, কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) প্রতিনিধি ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় সিদ্ধান্ত গৃহীত হয় যে :
জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার জানান, বাজার মনিটরিং জোরদার করা হবে এবং কেউ অযৌক্তিকভাবে দাম বাড়ালে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
পবিত্র রমজান মাসে সাধারণ মানুষ যাতে স্বস্তিতে নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতে পারে, সে লক্ষ্যে জেলা প্রশাসন সার্বিকভাবে তদারকি করবে বলে আশ্বাস দেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
Leave a Reply