কোটচাদপুর প্রতিনিধি:
ঝিনাইদহের কোটচাঁদপুরে প্রেমিকাকে না পেয়ে সাইমন হোসেন (১৬) নামে এক স্কুলছাত্র গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। রবিবার ভোররাতে উপজেলার লক্ষ্মীপুর গ্রামে নিজ ঘরে এই মর্মান্তিক ঘটনা ঘটে। মৃত সাইমন হোসেন ওই গ্রামের মন্টু মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, লক্ষ্মীপুর গ্রামের দশম শ্রেণির ছাত্র সাইমন হোসেনের সঙ্গে পার্শ্ববর্তী ওয়ারিয়া গ্রামের সানার হোসেনের মেয়ে রুবিনা খাতুনের প্রেমের সম্পর্ক ছিল। তবে একপর্যায়ে সাইমনের বাবা রুবিনার পরিবারের কাছে R15 মোটরসাইকেলের জন্য যৌতুক দাবি করেন। নিজের ভালোবাসার জন্য প্রেমিকার পরিবারের কাছে এমন দাবি মেনে নিতে না পেরে সাইমন গভীর হতাশায় ভুগছিল। ক্ষোভে ও অভিমানে ভোর রাতে নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে সে।
পরিবারের সদস্যরা সকালে তাকে ডাকাডাকি করেও সাড়া না পেয়ে জানালা দিয়ে উঁকি দিয়ে দেখেন, সাইমনের নিথর দেহ ঝুলে আছে। পরে তারা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠায়।
এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
Leave a Reply