নেত্রকোনা প্রতিনিধি :
নেত্রকোনায় বিশ্ব শান্তিকল্পে দীর্ঘ ৭১ বছর ধরে ৩২ প্রহরব্যাপী সার্বজনীন শ্রী শ্রী তারকব্রহ্ম হরিনাম মহাযজ্ঞ পালিত হয়ে আসছে। নেত্রকোনা জেলার খালিয়াজুরী উপজেলার ২নং চাকুয়া ইউনিয়নের সাহাপাড়া হরি মন্দির প্রাঙ্গণে প্রতি বছর এই মহাযজ্ঞ ও হরিনাম সংকীর্তন অনুষ্ঠিত হয়।
গত ১লা মার্চ (শনিবার) শুভ অধিবাস ও মঙ্গলঘট স্থাপনের মধ্য দিয়ে এই মহাযজ্ঞের সূচনা হয়, যা আগামী ৫ই মার্চ (বুধবার) পর্যন্ত চলবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন হৃষিকেশ রায় এবং সঞ্চালনার দায়িত্বে আছেন বাবুল রায়।
মহাযজ্ঞ উপলক্ষে চাকুয়া সাহাপাড়া হরি মন্দির প্রাঙ্গণ ভক্ত ও দর্শনার্থীদের পদচারণায় উৎসবমুখর হয়ে উঠেছে। দীর্ঘ ৭১ বছর পূর্বে গ্রামবাসীর উদ্যোগে নির্মিত হয়েছিল এই হরি মন্দির, যা প্রতি বছর বিপুলসংখ্যক দর্শনার্থী ও ভক্তদের আকর্ষণ করে এবং আয়োজকরা তাদের প্রশংসা কুড়ান।
আয়োজকদের প্রত্যাশা, প্রতিবছরের মতো এবারও প্রশাসন ও স্থানীয়দের সহযোগিতায় সুষ্ঠু ও সুন্দরভাবে মহাযজ্ঞ সম্পন্ন হবে। “ধর্ম যার যার, উৎসব সবার”—এই মন্ত্রে উজ্জীবিত হয়ে চাকুয়া সাহাপাড়া হরি মন্দির প্রাঙ্গণে সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত স্থাপিত হয়েছে।
দর্শনার্থী ও ভক্তদের সাথে কথা বলে জানা গেছে, সাহাপাড়া হরি মন্দির চাকুয়া বাসীর প্রাণের স্পন্দন। প্রতি বছর এই সময় বিভিন্ন এলাকা থেকে হাজারো ভক্ত ও দর্শনার্থী এখানে আসেন, যা এক অপূর্ব ধর্মীয় অনুভূতির সৃষ্টি করে।
Leave a Reply