বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি :
সিরাজগঞ্জের বেলকুচিতে রবি ২০২৪-২০২৫ অর্থবছরের কৃষি পুনর্বাসন সহায়তা খাত থেকে রবি মৌসুমে ব্লক প্রদর্শনী স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এর লক্ষ্য কৃষিতে আধুনিক যন্ত্রের ব্যবহার বৃদ্ধি, শ্রমিক সংকট নিরসন, সময় অপচয় রোধ এবং অতিরিক্ত খরচ কমানো। এই উদ্যোগের অংশ হিসেবে বেলকুচি উপজেলায় সমলয় পদ্ধতিতে বোরো ধান চাষাবাদের কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।
সোমবার বিকালে, উপজেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির আয়োজনে দৌলতপুর ইউনিয়নের তোয়াশিয়া গ্রামের ফসলি মাঠে রাইসপ্লান্টারের মাধ্যমে জমিতে ধানের চারা রোপণ করে এই কার্যক্রমের শুভ উদ্বোধন করেন বেলকুচি উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফিয়া সুলতানা কেয়া।
এ সময় কৃষক সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা সুকান্ত ধর, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাব্বির আহাম্মেদ শুভ, জেলা কৃষি প্রকৌশলী ফাতেমা আক্তার, বেলকুচি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম, মুকুন্দগাঁতী বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী ভূঁইয়া, উপজেলা কৃষি উপসহকারী সাহাবুদ্দিন, আয়েশা সিদ্দিকা সমাপ্তি প্রমুখ।
Leave a Reply