শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি :
শ্রীমঙ্গলে হঠাৎ করেই লেবুর দাম বেড়ে গেছে দ্বিগুণেরও বেশি। শহরের নতুন বাজারসহ বিভিন্ন বাজারে এক হালি লেবুর দাম এখন ৬০ থেকে ২২০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে, যা কয়েকদিন আগেও ছিল অনেক কম।
বাজার ঘুরে দেখা গেছে, লেবুর জাত ও সাইজ অনুযায়ী দামে ব্যাপক তারতম্য দেখা যাচ্ছে। সাধারণ মানের লেবু যেখানে ৬০-৯০ টাকা হালি, ভালো মানের লেবুর দাম পৌঁছেছে ২২০ টাকা পর্যন্ত।
দাম বৃদ্ধিতে হতাশ ক্রেতারা বলছেন, মাত্র দুই-তিন দিনের ব্যবধানে লেবুর দাম দুই থেকে আড়াইগুণ বেড়ে গেছে, যা অযৌক্তিক। এক ক্রেতা ক্ষোভ প্রকাশ করে বলেন, “দু’দিন আগেও ৪০ টাকায় এক হালি লেবু কিনেছি, এখন সেটাই বিক্রি হচ্ছে ৯০-১০০ টাকায়! এত দাম বাড়ার কারণ কী?”
অন্য এক ক্রেতার মন্তব্য, “এভাবে দাম বাড়তে থাকলে এবার তো শরবত খাওয়াই কঠিন হয়ে যাবে। সাধারণ মানুষের কষ্ট বাড়াতেই যেন লেবুর এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধি।”
বাজার সংশ্লিষ্টরা বলছেন, মৌসুমি চাহিদা বৃদ্ধি এবং সরবরাহ কমে যাওয়ার কারণে লেবুর দাম বেড়েছে। তবে ব্যবসায়ীরা কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়াচ্ছে কিনা, সে বিষয়েও সন্দেহ প্রকাশ করেছেন স্থানীয়রা।
ভোক্তারা প্রশাসনের প্রতি বাজার মনিটরিং জোরদার করার আহ্বান জানিয়েছেন, যাতে অযৌক্তিক মূল্যবৃদ্ধি রোধ করা যায়।
Leave a Reply