চট্টগ্রাম সংবাদদাতা :
চট্টগ্রামে খোলা সয়াবিন তেলের মূল্য নির্ধারণ করেছে জেলা প্রশাসন। মঙ্গলবার (৪ মার্চ) নগরের সার্কিট হাউসে এক মতবিনিময় সভায় ব্যবসায়ী প্রতিনিধি ও প্রশাসনের যৌথ সিদ্ধান্তে খোলা সয়াবিন তেলের খুচরা মূল্য ১৬০ টাকা নির্ধারণ করা হয়। এর চেয়ে বেশি দামে বিক্রির অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছেন সংশ্লিষ্টরা।
জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। সভায় ব্যবসায়ী গ্রুপ টিকে ও সিটি গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তা, খাতুনগঞ্জের ব্যবসায়ী নেতা এবং ভোক্তা সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় সিদ্ধান্ত হয়, আমদানিকারকরা ১৫৩ টাকায়, ট্রেডার্স পর্যায়ে ১৫৫ টাকায়, আর খুচরা পর্যায়ে ১৬০ টাকায় প্রতি লিটার খোলা সয়াবিন তেল বিক্রি করবে। নতুন মূল্য আজ (মঙ্গলবার) থেকে কার্যকর হয়ে আগামী ১০ এপ্রিল পর্যন্ত বহাল থাকবে। কেউ নির্ধারিত দামের বেশি নিলে তার বিরুদ্ধে বিশেষ টাস্কফোর্স কমিটির মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে, সোমবার (৩ মার্চ) বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ সংকটের কারণে দেশের বৃহত্তম পাইকারি বাজার খাতুনগঞ্জ পরিদর্শনে যান সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন ও জেলা প্রশাসক ফরিদা খানম। সেখানে তারা তেলের সংকটের সত্যতা পান এবং আমদানিকারক, উৎপাদনকারী ও পাইকারি ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকের সিদ্ধান্ত নেন। পরদিন ওই বৈঠকেই তেলের নতুন দাম নির্ধারণ করা হয়।
সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, “রমজান সামনে রেখে নিত্যপণ্যের দাম বেড়ে যাচ্ছে। ভোজ্যতেলের দাম নিয়ন্ত্রণে রাখতে এ মূল্য নির্ধারণ করা হয়েছে। কেউ নির্ধারিত দামের বেশি নিলে তার বিরুদ্ধে সর্বোচ্চ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
তিনি আরও বলেন, “বাজারে বোতলজাত সয়াবিন তেলের সংকটের সুযোগ নিয়ে অনেক ব্যবসায়ী খোলা তেলের দাম বাড়িয়ে দিচ্ছে। তাই আমদানিকারক ও পাইকারি ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্য মুসলিম দেশগুলোতে রমজানে পণ্যের দাম কমানো হয়, কিন্তু বাংলাদেশে কিছু অসাধু ব্যবসায়ীর কারণে উল্টো দাম বেড়ে যায়, যা দুঃখজনক।”
এদিকে, জেলা প্রশাসক ফরিদা খানম জানান, বাজারে ভোজ্যতেলের সংকট কাটাতে ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে সর্বোচ্চ ১৬০ টাকা খুচরা মূল্য নির্ধারণ করা হয়েছে। কেউ চাইলে কম দামে বিক্রি করতে পারবেন, তবে নির্ধারিত দামের বেশি নেওয়া যাবে না। এ নিয়ম লঙ্ঘন করলে বিশেষ টাস্কফোর্স কমিটির মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সিটি করপোরেশন ও জেলা প্রশাসন বাজার মনিটরিং কার্যক্রম জোরদার করবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। অভিযানে গিয়ে নির্ধারিত দামের বেশি দামে বিক্রির প্রমাণ পেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন চট্টগ্রামের প্রশাসনিক কর্তৃপক্ষ।
Leave a Reply