মানিকগঞ্জ সংবাদদাতা :
ইতিহাসে নতুন মাইলফলক তৈরি করে প্রথমবারের মতো নিজের বানানো প্লেনে উড়াল দিলেন মানিকগঞ্জের শিবালয় উপজেলার তেওতার বিলপাড়া গ্রামের তরুণ উদ্যোক্তা জুলহাস। এসএসসি পাস, এক সময়ের গার্মেন্টসের ফায়ার কর্মী, জুলহাস নিজ হাতে দেশীয় সরঞ্জাম ব্যবহার করে তৈরি করেছেন এই প্লেনটি।
চার বছর ধরে মেধা ও পরিশ্রম দিয়ে প্লেনটি তৈরি করতে সক্ষম হন তিনি। ছোট ভাইকে সহায়তা নিয়ে প্রায় দেড় লক্ষ টাকা খরচ করে প্লেনটি তৈরির কাজ শেষ করেন। ৩ই মার্চ, সোমবার, প্লেনটি পরীক্ষামূলকভাবে আকাশে উড্ডয়ন করে, যা জেলা প্রশাসনের নজরে আসে। পরে ৪ই মার্চ, মঙ্গলবার, শিবালয়ের জাফরগঞ্জ এলাকায় গিয়ে জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসন বিমানটির উড্ডয়নের দৃশ্য সরেজমিনে দেখেন।
জুলহাস জানান, “আমি সরকারি সহযোগিতা পেলে আরো ভালো কিছু করতে পারবো।” এসময় জেলা প্রশাসক ড. মনোয়ার হোসেন মোল্লা জুলহাসকে বিভিন্ন ধরনের সহযোগিতার আশ্বাস দেন। এলাকাবাসী মনে করছেন, জুলহাসকে আর্থিকভাবে সহযোগিতা করা হলে তিনি সঠিক নিয়মে প্লেনটি তৈরি করতে সক্ষম হবেন।
এ সময় উড্ডয়ন দৃশ্য দেখতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. মনোয়ার হোসেন মোল্লা, উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস.এম. ফয়েজ উদ্দিন, শিবালয় থানা ইনচার্জ এ.আর. আল মামুন, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং শিবালয়ের উৎসবমুখর জনসাধারণ।
Leave a Reply