দাউদকান্দি সংবাদদাতা :
কুমিল্লার দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ দক্ষিন ইউনিয়নের লক্ষীপুর গ্রামের বাসিন্দা ষাটোর্ধ্ব আক্কাছ মিয়া পেশায় একজন রিকশাচালক। দীর্ঘদিন ধরে ব্যাটারি চালিত অটোরিকশা চালিয়ে সংসার চালিয়ে আসছিলেন তিনি। কিন্তু গেল মাসে দুর্বৃত্তদের হাতে রিকশাটি চুরি হয়ে যাওয়ার পর বিপাকে পড়েন আক্কাছ মিয়া। আয়ের একমাত্র মাধ্যম হারিয়ে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন এবং দারিদ্র্যের কষাঘাতে দিন কাটতে থাকে তার।
রিকশা হারিয়ে আক্কাছ মিয়া কোনোভাবে ভাড়ার রিকশা চালিয়ে সংসার চালানোর চেষ্টা করছিলেন। এই দুঃসময়ে তার পাশে দাঁড়ায় মানবিক সংগঠন “বাংলাদেশ ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন”। তাদের উদ্যোগে ও সহযোগিতায় সোমবার, ৩ মার্চ আক্কাছ মিয়াকে একটি নতুন ব্যাটারি চালিত অটোরিকশা কিনে দেওয়া হয়। নতুন রিকশা হাতে পেয়ে উচ্ছ্বসিত হয়ে আবার রুটি-রুজির সংগ্রামে নেমে পড়েন তিনি।
আক্কাছ মিয়া আবেগাপ্লুত হয়ে বলেন, “রিকশাটি চুরি হওয়ার পর সংসার চালাতে খুব কষ্ট হচ্ছিল। কোনোভাবে ভাড়া করা রিকশা চালিয়ে দিন কাটাচ্ছিলাম। এখন নতুন রিকশা পেয়ে আমি অনেক খুশি। আল্লাহ ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের সবাইকে ভালো রাখুক।”
বাংলাদেশ ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক এস এম মিজান বলেন, “আক্কাছ মিয়ার অসহায় অবস্থার কথা জানতে পেরে আমরা তার পাশে দাঁড়াই। ফাউন্ডেশনের উপদেষ্টা লায়ন একেএম নাসির উদ্দিন মোহন এমজেএফ-এর সহযোগিতায় আমরা তাকে একটি নতুন রিকশা কিনে দেই। তার মুখে হাসি ফোটাতে পেরে আমরা আনন্দিত।”
একটি রিকশা হারিয়ে জীবনের চাকা প্রায় থেমে গিয়েছিল আক্কাছ মিয়ার, কিন্তু মানবিক সহায়তায় আবারও তিনি নতুন উদ্যমে ঘুরে দাঁড়ানোর সুযোগ পেলেন। বাংলাদেশ ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের এমন উদ্যোগ নিঃসন্দেহে মানবতার অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।
Leave a Reply