পটুয়াখালী সংবাদদাতা :
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে রোপণ করা বিভিন্ন প্রজাতির ৪৪টি গাছ কাটার অভিযোগে স্থানীয় ইউপি সদস্য সৈয়দ বাদল ও বিশ্ববিদ্যালয়ের ল্যাব টেকনিশিয়ান আবু রায়হানকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (৪ মার্চ) সকালে দুমকি উপজেলার পীরতলা বাজার থেকে তাদের গ্রেফতার করা হয়।
থানা পুলিশ ও বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, সোমবার (৩ মার্চ) সকালে বিশ্ববিদ্যালয়ের খামারবাড়ি সংলগ্ন ১০ তলা ভবনের পাশে অধিগ্রহণকৃত জমিতে বিভিন্ন জাতের ৪৪টি গাছ কাটছিলেন ইউপি সদস্য সৈয়দ বাদল ও ল্যাব টেকনিশিয়ান আবু রায়হান।
খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মী আ. মুকিত মিয়া ঘটনাস্থলে গিয়ে পুলিশের সহায়তায় গাছগুলো জব্দ করেন এবং অভিযুক্তদের বিরুদ্ধে দুমকি থানায় একটি মামলা দায়ের করেন।
দুমকি থানার অফিসার ইনচার্জ মো. জাকির হোসেন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, আসামিদের মঙ্গলবার দুপুর ১২:৩০ টায় আদালতে সোপর্দ করা হয়েছে।
Leave a Reply