বান্দরবন প্রতিনিধি :
বান্দরবান জেলার আলীকদম উপজেলার পূর্ব পালং পাড়া বায়তুল ইজ্জত জামে মসজিদ পরিদর্শন করেছেন সাইফুল ইসলাম রিমন, সদস্য, বান্দরবান জেলা পরিষদ। পরিদর্শনকালে তিনি মসজিদ কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের প্রয়োজনীয়তা ও চাহিদা সম্পর্কে শুনেছেন।
তিনি বলেন, “সমাজে শান্তি, সম্প্রীতি ও সহমর্মিতার বন্ধন আরও দৃঢ় করতে ধর্মীয় প্রতিষ্ঠানের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এসব প্রতিষ্ঠানের উন্নয়ন ও সংস্কারে সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব।”
এছাড়া, তিনি এলাকা ভিত্তিক শিক্ষা, সংস্কৃতি ও ধর্মীয় মূল্যবোধকে সমুন্নত রাখতে সবসময় এলাকাবাসীর পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। “আসুন, একসঙ্গে একটি শান্তিপূর্ণ ও উন্নত সমাজ গড়ে তুলি,” বলেন সাইফুল ইসলাম রিমন।
তিনি আরও উল্লেখ করেন, “শান্তি ও সম্প্রীতি, ধর্মীয় প্রতিষ্ঠান উন্নয়ন—এ হলো বান্দরবান জেলা পরিষদের মূলনীতি।”
Leave a Reply