নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুমে অবৈধ ইঁটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে ১ লাখ টাকা জরিমানা আদায় করেছে প্রশাসন। সরকারি নির্দেশ অমান্য করে অবৈধভাবে ইটভাটা পরিচালনার দায়ে এই জরিমানা করা হয়।
বুধবার (৫ মার্চ) বেলা ১২টার দিকে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী এবং বান্দরবান পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. রেজাউল করিম এর নেতৃত্বে এ যৌথ অভিযান পরিচালিত হয়। অভিযানের সময় অবৈধভাবে পরিচালিত ইটভাটা বন্ধের নির্দেশ দেওয়া হয় এবং সংশ্লিষ্ট মালিককে ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়।
জানা গেছে, নাইক্ষ্যংছড়ি উপজেলার বিভিন্ন এলাকায় ‘ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩’ লঙ্ঘনের দায়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এরই অংশ হিসেবে ঘুমধুমের মেসার্স এএসএফ ব্রিক ফিল্ডের মালিককে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী বলেন, “ইটভাটা স্থাপন ও পরিচালনার ক্ষেত্রে সরকারি বিধিনিষেধ অমান্য করা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ইতোমধ্যে তিনটি ইটভাটার মালিককে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে এবং অবৈধভাবে পরিচালিত ইটভাটা বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। প্রশাসনের এ অভিযান চলমান থাকবে।”
এই অভিযানে পুলিশ, ফায়ার সার্ভিসের সদস্যরা ও বান্দরবান পরিবেশ অধিদপ্তর সার্বিক সহযোগিতা করে। প্রশাসনের পক্ষ থেকে অবৈধ ইটভাটা বন্ধে নিয়মিত অভিযান পরিচালনার আশ্বাস দেওয়া হয়েছে।
Leave a Reply