বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর বদলগাছীতে অভিযান চালিয়ে দুটি অবৈধ ইটভাটার মালিককে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (৫ মার্চ) দুপুরে বদলগাছী উপজেলার একাধিক ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান ছনি।
অভিযানে বৈধ কাগজপত্র না থাকায় আধাইপুর ইউনিয়নের বদলগাছী-আক্কেলপুর সড়কের পাশে মাধপাড়া এলাকার ‘দিপ্তী ব্রিকস’ ইটভাটার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
অপরদিকে, মথুরাপুর ইউনিয়নের ‘মেসার্স নাহার ব্রিকস’ নামের ইটভাটার মালিককে ৭০ হাজার টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান ছনি বলেন, ভাটা দুটির কোনো বৈধ কাগজপত্র না থাকায় তাদের জরিমানা করা হয়েছে। অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
Leave a Reply