বালিয়াকান্দি প্রতিনিধি:
রাজবাড়ীর বালিয়াকান্দিতে শহীদ সাগর চত্বর উদ্বোধন করেছেন ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী। বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুরে বালিয়াকান্দি ওবদার মোড়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত সাগরের নামে নির্মিত শহীদ সাগর চত্বরের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
এরপর বালিয়াকান্দি উপজেলা পরিষদ সভাকক্ষে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সুধীজনের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগীয় কমিশনার জনাব শরফ উদ্দিন আহমেদ চৌধুরী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রাজবাড়ী জেলা প্রশাসক সুলতানা আক্তার। অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী মুস্তাফিজুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এহসানুল হক শিপন, কৃষি অফিসার রফিকুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা জুবায়ের আহমদ পিন্স, শহীদ সাগরের বাবা তোফাজ্জেল হোসেনসহ স্থানীয় সুধীজন।
এ সময় বক্তারা শহীদ সাগরের আত্মত্যাগের কথা স্মরণ করেন এবং তার নামে স্থাপিত এই চত্বর ভবিষ্যৎ প্রজন্মকে আন্দোলন ও ন্যায়ের পথে অনুপ্রাণিত করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
Leave a Reply