ময়মনসিংহ সংবাদদাতা :
ময়মনসিংহ সিটির কেউয়াটখালি বর্মনপাড়ায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সফিকুল ইসলামের নেতৃত্বে একটি নকল জর্দা ফ্যাক্টরিতে অভিযান পরিচালিত হয়েছে।
গত ৬ মার্চ দুপুর ২:৩০ মিনিটে জেলা প্রশাসক মুফিদুল আলমের নির্দেশে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিএসটিআই-এর ইনস্পেক্টর শাওন কুমার ধর ও রাইসুল ইসলাম, সিটি কর্পোরেশনের বাজার মনিটরিং কমিটির জাবেদ ইকবাল এবং জেলা পুলিশের এসআই আবুল কালাম আজাদ ও এসআই আব্দুল কাইয়ুম সঙ্গীয় ফোর্সসহ সর্বাত্মক সহযোগিতা করেন।
অভিযানে লাইসেন্স না থাকায় জর্দা ফ্যাক্টরির মালিক বিজয় কুমার সরকারকে নগদ ৫,০০০ (পাঁচ হাজার) টাকা জরিমানা করা হয়, অনাদায়ে তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এছাড়া, অবৈধ ক্যামিকেল (দাহ্য পদার্থ) ২২০ কেজি এক ড্রাম জব্দ করে সিটি কর্পোরেশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জাবেদ ইকবালের কাছে হস্তান্তর করা হয়।
এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট সফিকুল ইসলাম উপস্থিত সাংবাদিকদের—এশিয়ান টিভির জেলা প্রতিনিধি তাসলিমা রত্না, দৈনিক বাংলা ৭১ ও উত্তরাধিকার ৭১ নিউজের বিভাগীয় প্রতিনিধি নীহার রঞ্জন কুন্ডু, প্রতিদিনের কাগজের সাংবাদিক সারোয়ার কবির ফাহাদ এবং ক্যামেরাম্যান সবুজ—অভিযানে সহযোগিতার জন্য ধন্যবাদ জানান।
Leave a Reply