কুষ্টিয়া সংবাদদাতা :
কুষ্টিয়ায় শহীদ আবরার ফাহাদ স্টেডিয়াম উদ্বোধন করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও আবরারের বাবা বরকত উল্লাহ। বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুর সাড়ে ১২টায় কুষ্টিয়া জেলা স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে এই উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, “আবরার ফাহাদ শুধু একটি নাম নয়, তিনি আগ্রাসনবিরোধী সংগ্রামের প্রতীক। তাকে আজীবন স্মরণ রাখতে কুষ্টিয়া জেলা স্টেডিয়ামের নামকরণ করা হয়েছে শহীদ আবরার ফাহাদ স্টেডিয়াম। ভবিষ্যতে এই স্টেডিয়ামকে আরও আধুনিকায়ন করা হবে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুষ্টিয়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব রেজাউল মাকছুদ জাহেদী, যুগ্মসচিব আমিনুল ইসলাম, কুষ্টিয়ার পুলিশ সুপার মিজানুর রহমান এবং উদ্বোধক আবরারের বাবা বরকত উল্লাহ। এছাড়াও মঞ্চে উপস্থিত ছিলেন আবরার ফাহাদের মা রোকেয়া খাতুন।
বক্তারা বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদের নির্মম হত্যার ঘটনার বর্ণনা করেন এবং তার স্মৃতি সংরক্ষণে এই স্টেডিয়ামের নামকরণের গুরুত্ব তুলে ধরেন।
এর আগে সকালে উপদেষ্টা আসিফ মাহমুদ কুষ্টিয়ার কুমারখালীর কয়া গ্রামে আবরার ফাহাদের কবর জিয়ারত করেন। পরে সেখানে আবরার ফাহাদের নামে নির্মিত মসজিদের সংস্কারকাজের উদ্বোধন করেন তিনি। এছাড়া দুপুরে জেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন এই উপদেষ্টা।
প্রসঙ্গত, ২০২২ সালের ১৩ জানুয়ারি প্রায় ৪০ কোটি টাকা ব্যয়ে এই স্টেডিয়ামের নির্মাণকাজের উদ্বোধন করা হয়। ৫ আগস্টে আওয়ামী লীগ সরকার পতনের পর স্টেডিয়ামের নাম পরিবর্তন করে শহীদ আবরার ফাহাদের নামে নামকরণ করা হয়।
২০১৯ সালের ৬ অক্টোবর রাতে বাংলাদেশ ও ভারতের মধ্যে অসম চুক্তি এবং পানি আগ্রাসন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে স্ট্যাটাস দেওয়ার কারণে বুয়েটের শেরেবাংলা হলের ছাত্রলীগ ক্যাডাররা আবরারকে নৃশংসভাবে হত্যা করে। পরবর্তীতে রাত ৩টার দিকে হলের সিঁড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
এই হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলায় ২০১৯ সালের ১৩ নভেম্বর ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ২৫ জন শিক্ষার্থীকে অভিযুক্ত করে অভিযোগপত্র দাখিল করে। ২০২০ সালের ১৫ সেপ্টেম্বর মামলার অভিযোগ গঠন করা হয় এবং আদালত ২০ জনকে মৃত্যুদণ্ড ও পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।
Leave a Reply