কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল কটিয়াদী উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। ২৫ ফেব্রুয়ারি সোমবার বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল, কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি রফিকুল ইসলাম রফিক ও সাধারণ সম্পাদক রবিউল হক খান মিল্কি শ্যামল স্বাক্ষরিত পত্রে ৫১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন প্রদান করা হয়।
নবগঠিত কমিটিতে বাদল প্রধানকে আহ্বায়ক, মাসুম বিল্লাহকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সুমন মিয়াকে সদস্য সচিব হিসেবে নির্বাচিত করা হয়েছে।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, যুগ্ম আহ্বায়ক পদে কামাল মিয়া (ভোগপাড়া), সেলিম আহমেদ (হালুয়াপাড়া), সালাহ উদ্দিন লিটন (আদমপুর), নজরুল ইসলাম (কামারকোনা), এনামুল হক (মসুয়া), রাকিবুল হক পাপ্পু (বাগরাইট), শফিকুল ইসলাম সবুজ (রামদী), শফিকুল ইসলাম শফিক, নজরুল ইসলাম (বীরনোয়াকান্দি), জীবন মিয়া (বীরনোয়াকান্দি), জহির উদ্দিন জুয়েল (আচমিতা), মোফাসসেল সরকার (ঘাগৈর), সারোয়ার হোসেন শান্ত (বাগরাইট), বিল্লাল মিয়া (আদমপুর), মোস্তফা মিয়া (আদমপুর), মারফত আলী (বীরনোয়াকান্দি)।
কার্যকরী সদস্য পদে কামরুল ইসলাম, এয়াছিন, গেন্দু মিয়া, হাবিব মিয়া, কাদির মিয়া, বাবলু মিয়া, হুমায়ুন, সিদ্দিকুর রহমান, সদরুল আমিন, আহমদ আলী, তরিকুল ইসলাম, আঃ রশিদ, বাছির মিয়া, মোস্তফা কামাল, মনোজ কুমার দে, নজরুল ইসলাম, রতন মিয়া, মারুফ মিয়া, শহিদ মিয়া, সাইফুল ইসলাম, আসাব উদ্দিন, আঃ হামিদ, আরিফ মিয়া, মনির মিয়া, দ্বীন ইসলাম, মুকুল মিয়া, ছালাম মিয়া, মান্নান মিয়া, কাদির মিয়া, এমরান হোসেন, আল আমীন ও সাগর মিয়া।
নবগঠিত কমিটির সকল সদস্যদের কটিয়াদী উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
Leave a Reply