তিতাস (কুমিল্লা) সংবাদদাতা :
কুমিল্লার তিতাস উপজেলায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে এক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ মার্চ) বেলা ৩টায় উপজেলার নারান্দিয়া ইউনিয়নের আসমানিয়া বাজারে আয়োজিত এই মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া ও ইফতার মাহফিলে উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোশাররফ হোসেন মুন্সি’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ফেডারেশনের প্রধান উপদেষ্টা মনিরুজ্জামান বাহলুল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন শ্রমিক কল্যাণ ফেডারেশন তিতাস উপজেলা শাখার প্রধান উপদেষ্টা শামীম সরকার বিজ্ঞ, উপদেষ্টা সালাউদ্দিন সরকার ও মোহাম্মদ শাহাদাৎ হোসাইন প্রমুখ। এছাড়া দায়িত্বশীল কর্মশালা ও ইফতার মাহফিলে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, সমর্থক এবং শতাধিক সাধারণ শ্রমিক অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, ফেডারেশনের উপজেলা শাখার সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম সরকার। শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় দোয়া-মুনাজাত অনুষ্ঠিত হয় এবং ইফতার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
Leave a Reply