গাইবান্ধা সংবাদদাতা :
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ভাতগ্রাম ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ মার্চ) ভাতগ্রাম স্কুল অ্যান্ড কলেজ চত্বরে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে সভাপতি পদে ২ জন ও সাধারণ সম্পাদক পদে ২ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। এতে আবু হারেছ জামিউল আহসান (চেয়ার) ৩১২ ভোট পেয়ে সভাপতি এবং রিয়াজুল ইসলাম (ঘোড়া) ৩৩৯ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় শাহ আলম মিয়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক আবু সাঈদ মো. সাহরুল হুদা জানান, বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে ৪৫৯ জন ভোটারের মধ্যে ৩৬৫ জন ভোটাধিকার প্রয়োগ করেন।
নতুন কমিটির নেতৃবৃন্দ সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।
Leave a Reply