ডেক্স নিউজ :
বাগেরহাটের চিতলমারীতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সাংবাদিক সবুজ শিকদারকে নিয়ে ভিত্তিহীন ও মানহানিকর মন্তব্য করে বিভিন্ন পোস্ট দেওয়ার অভিযোগে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সকালে ভুক্তভোগী সাংবাদিক সবুজ শিকদার চিতলমারী থানায় এই জিডি করেন। জিডি নং ৯৩১/২০.০২.২০২৫। তিনি বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির বাগেরহাট জেলা শাখার প্রচার সম্পাদক এবং দৈনিক ভোরের চেতনা, দৈনিক সংবাদ চিত্র ও দৈনিক সময়ের সংলাপ পত্রিকার বাগেরহাট জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন।
জানা যায়, গত ১৭ ফেব্রুয়ারি সোমবার বিকেলে “হুমায়রা ইসলাম”, “Sobuj Sikder” ও “ব্যর্থ প্রেমিকা” নামের ফেক আইডি থেকে তার সম্পর্কে বিভিন্ন বিভ্রান্তিকর ও ভিত্তিহীন পোস্ট করা হয়, যা দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
এ বিষয়ে সাংবাদিক সবুজ শিকদার বলেন, “আমি একজন পেশাদার সাংবাদিক এবং কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই। অথচ ফেক আইডিগুলো আমাকে রাজনৈতিক ষড়যন্ত্রে ফাঁসানোর চেষ্টা করছে। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে জানতে পারি, অজ্ঞাতনামা কিছু ব্যক্তি আমাকে ক্ষতি করার এবং প্রাণনাশের হুমকি দিচ্ছে। এমনকি আমাকে বিভিন্ন থানায় মিথ্যা মামলায় জড়ানোরও হুমকি দেওয়া হয়েছে। তাই নিরাপত্তার স্বার্থে থানায় সাধারণ ডায়েরি করেছি।”
তিনি আরও বলেন, “আমি শুধুমাত্র ‘ডেনিয়াল রাজকুমার’ নামে একটি ফেসবুক আইডি ব্যবহার করি। কিন্তু কিছু অসাধু ব্যক্তি আমার ও আমার বাবার নামে ভুয়া আইডি খুলে মিথ্যা প্রচারণা চালাচ্ছে। তাই আমি এই মানহানিকর অপপ্রচারের তীব্র নিন্দা জানাই এবং আইনি ব্যবস্থা গ্রহণ করেছি।”
এ বিষয়ে বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির ভাইস চেয়ারম্যান শিমুল বলেন, “সাংবাদিক সবুজ শিকদারের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে অপপ্রচার চালানো হচ্ছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং প্রশাসনের কাছে অনুরোধ জানাই, তদন্ত করে অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনা হোক।”
বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও দৈনিক মানবাধিকার কন্ঠের বাগেরহাট জেলা প্রতিনিধি মিজানুর রহমান সাগর বলেন, “সাংবাদিকরা জাতির বিবেক। তাদের হুমকি দিয়ে দমিয়ে রাখা যাবে না। আমরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও আইনি প্রতিকার আশা করছি।”
বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির বাগেরহাট জেলা শাখার সভাপতি আব্দুল্লাহ আল ইমরান বলেন, “একশ্রেণীর স্বার্থান্বেষী মহল নিজেদের উদ্দেশ্য হাসিলের জন্য সাংবাদিক সবুজ শিকদারের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই এবং প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।”
এ বিষয়ে চিতলমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহাদাত হোসেন বলেন, “ঘটনার ব্যাপারে একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। আমরা তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করব।”
Leave a Reply