পিরোজপুর সংবাদদাতা :
পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলা বিএনপির উদ্যোগে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ মার্চ) ভান্ডারিয়া পৌর অডিটোরিয়ামে আয়োজিত এ সভায় কেন্দ্রীয় ও জেলা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় বন ও পরিবেশ বিষয়ক সহসম্পাদক এবং পিরোজপুর জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক কাজী রওনাকুল ইসলাম টিপু। তিনি নেতাকর্মীদের শুভেচ্ছা জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। পাশাপাশি জাতীয়তাবাদী চেতনায় উদ্বুদ্ধ হয়ে সব ধরনের অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে আগামী নির্বাচনে বিএনপিকে বিজয়ী করতে তৃণমূল নেতাকর্মীদের কাজ করার আহ্বান জানান।
কর্মীসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ রিয়াজ উদ্দিন রানা।
ভান্ডারিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক সোহেল আহমেদ মঞ্জুর সুমনের সভাপতিত্বে সভাটি পরিচালনা করেন উপজেলা বিএনপির সদস্য সচিব মনির আকন।
কর্মীসভায় উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এবং দলকে সুসংগঠিত করার বিষয়ে বিভিন্ন আলোচনা হয়।
Leave a Reply