পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি
রংপুরের পীরগঞ্জ উপজেলার খালাশপীর এলাকার নছিমনপুরে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করতে গিয়ে হামলার শিকার হয়েছেন অভিযানে থাকা দুই পুলিশ সদস্য। পরে সেনাবাহিনীর হস্তক্ষেপে ইটভাটাটি গুড়িয়ে দেওয়া হয়।
জানা গেছে, সোমবার (১০ মার্চ) দুপুরে উপজেলা প্রশাসনের একটি দল নজরুল ইসলামের মালিকানাধীন অবৈধ ইটভাটায় অভিযান চালায়। এ সময় ভাটা মালিকের লোকজন অভিযানে বাধা দেয় এবং পুলিশের ওপর হামলা চালায়। এতে পীরগঞ্জ থানার দুই পুলিশ সদস্য আহত হন। পরে তাদের চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনীর একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযানে সহায়তা করে। এরপর উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ উদ্যোগে ইটভাটাটি গুঁড়িয়ে দেওয়া হয়।
পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাদিজা বেগম বলেন, “হাইকোর্টের নির্দেশ অনুযায়ী যেসব ইটভাটার লাইসেন্স নেই বা যেখানে অবৈধভাবে কাঠ পোড়ানো হচ্ছে, সেসব ইটভাটা বন্ধ করে দেওয়া হবে। এরই অংশ হিসেবে আমরা এরই মধ্যে চারটি ইটভাটা গুড়িয়ে দিয়েছি, আজ আরেকটি ভেঙে ফেলা হলো। এ ধরনের অভিযান আগামীতেও চলবে।”
অভিযানে বাধা প্রদান ও পুলিশের ওপর হামলার বিষয়ে তিনি আরও বলেন, “যারা বিশৃঙ্খলা সৃষ্টি ও পুলিশের ওপর হামলায় জড়িত, তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হবে।”
এ অভিযানকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা। তারা প্রশাসনের এমন কার্যক্রম অব্যাহত রাখার দাবি জানান, যাতে অবৈধ ইটভাটার কারণে পরিবেশ ও ফসলি জমির ক্ষতি না হয়।
Leave a Reply