মান্দা সংবাদদাতা :
নওগাঁর মান্দা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের কালিগাও টিটিহারি মৌজার বড়াল বিলের একটি জমি নিয়ে মারপিট ও জমি জবর দখলের অভিযোগ উঠেছে। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন তৌহিদুল ইসলাম নামে এক ব্যক্তি, যার পা ভেঙে গেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ৭ই মার্চ (শুক্রবার) বিকেলে তৌহিদুল ইসলাম ও তার ভাই সাইদুর রহমান জমিতে ধান রোপণ করছিলেন। ওই সময় টিটিহার গ্রামের সাবের আলীর ছেলে আয়নুর রহমান, রাজা মিয়ার ছেলে রাসেল হোসেন, সেফাতুউল্লাহর ছেলে রেজাউল ইসলাম, মৃত শাহজাহান আলীর ছেলে মিজু, মৃত আছর আলীর ছেলে মুনসুর রহমান এবং মেরাজুদ্দিনের ছেলে সাইফুল ইসলামসহ অজ্ঞাত ৪-৫ জন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালায়। হামলায় তৌহিদুল ইসলামের ডান পা ভেঙে যায় এবং তাকে বাঁচাতে এগিয়ে গেলে তার ভাই সাইদুর রহমানকেও মারপিট করা হয়।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তৌহিদুল ইসলামের অবস্থা গুরুতর হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।
ভুক্তভোগীর ছেলে আয়নাল হক অভিযোগ করে বলেন, তাদের পরিবার ৩০-৩৫ বছর ধরে টিটিহার মৌজার ১৪ নং খতিয়ানের ২২০/২২ নং দাগে জমি ভোগদখল করে আসছে। কিন্তু আইনুর রহমানের নেতৃত্বে একদল সন্ত্রাসী বাহিনী ওই জমি জবর দখলের চেষ্টা করেছে। তার বাবার পা ভেঙে দেওয়া হয়েছে এবং চাচাকেও গুরুতর আহত করা হয়েছে।
এদিকে, প্রতিপক্ষ আইনুর রহমান এ বিষয়ে বলেন, তারা টিটিহার গ্রামের মৌজার খাস জমি দখল করেছে এবং তৌহিদুল ইসলামের জমিতে যাওয়ার কারণে তাকে শাস্তি দেওয়া হয়েছে। তবে তার পা কিভাবে ভেঙেছে, সে ব্যাপারে তিনি কিছু জানেন না।
এ ঘটনার পর, মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, জমি সংক্রান্ত মারামারি নিয়ে একটি অভিযোগ পেয়েছেন এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply