সুনামগঞ্জ প্রতিনিধি:
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ছাতক শাখার উদ্যোগে আলোচনা সভা, ইফতার মাহফিল ও অফিস উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ মার্চ) বিকেলে উপজেলার গোবিন্দগঞ্জ পয়েন্টে নিউ ডায়না রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়। ইফতারের পর সংগঠনের কার্যালয় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।
মফস্বল সাংবাদিক ফোরামের ছাতক প্রেসক্লাবের সদস্য মোশাহিদ আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকারিয়ার পরিচালনায় সভায় প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।
সভায় বক্তব্য দেন গোবিন্দনগর ফজলিয়া ফাজিল মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আবু সালেহ মো. আব্দুস সোবহান, আব্দুল হক স্মৃতি অনার্স কলেজের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল মহীউদ্দীন, ছাতক প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব গিয়াস উদ্দিন তালুকদার, বিশিষ্ট শিল্পপতি আশরাফুর রহমান চৌধুরী, গোবিন্দনগর ফজলিয়া ফাজিল মাদরাসার সহকারী অধ্যাপক, মরহুম সিরাজুল ইসলাম জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মুমিনুল ইসলাম।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন খেলাফত মজলিস ছাতক উপজেলা শাখার সভাপতি আবুল হাসনাত, রাজনীতিবিদ শামসুদ্দিন, মাওলানা মুনছুর আহমদ, ছাতক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রনি, ছাতক অনলাইন প্রেসক্লাবের সভাপতি সাকির আমিন, সাধারণ সম্পাদক মো. খালেদ আহমদ, গোবিন্দগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাক আহমদ, শাহজালাল একাডেমির প্রিন্সিপাল মাওলানা আন্দুল হাই, বিএনপি নেতা আলী আসরাফ তাহিদ ও আসরাফুর রহমান এনাম।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মফস্বল সাংবাদিক ফোরামের সহ-সভাপতি অজিত কুমার, যুগ্ম সাধারণ সম্পাদক ফজল উদ্দিন ও হাকিম ফারুক আহমদ নুমান, সাংগঠনিক সম্পাদক তাজিদুল ইসলাম, কোষাধ্যক্ষ জুনেদ আহমদ রুনু, সাংবাদিক এ আর সায়েম আহমদসহ শিক্ষানুরাগী, ব্যবসায়ী ও বিভিন্ন সামাজিক-রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের শেষে দেশ, জাতি ও সাংবাদিক সমাজের কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
Leave a Reply