নিজস্ব প্রতিবেদক :
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুহিলপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তাঁর কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর স্মরণে এক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ মার্চ) হারুন আল রশিদ অনার্স কলেজ মাঠে আয়োজিত এই অনুষ্ঠানে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির অর্থবিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহাবুব শ্যামল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক মেয়র হাফিজুর রহমান মোল্লা কচি, সাবেক সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম খোকন, শফিকুল ইসলাম পিপি, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আলী আজম, জেলা বিএনপির কোষাধ্যক্ষ জসিম উদ্দিন রিপন, সদর উপজেলা বিএনপির সভাপতি তরিকুল ইসলাম রুমা ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আলমগীর হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহাবুব শ্যামল বলেন, “স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন। ৫ আগস্ট আমরা ফ্যাসিস্ট সরকারের কবল থেকে মুক্ত হয়েছি। আমাদের নেতা তারেক রহমানের নির্দেশ অনুযায়ী আমাদের কাজ করতে হবে। তত্ত্বাবধায়ক সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলতে চাই—সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দিন। যে সরকার জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত হবে, তারাই দেশের সংস্কার করবে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুহিলপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব নাসির উদ্দিন খন্দকার এবং সঞ্চালনা করেন অ্যাডভোকেট আলাউদ্দিন মুন্সী রুবেল। মঞ্চ পরিচালনায় ছিলেন সদর উপজেলা বিএনপির নেতা জাকির মুন্সী, সুহিলপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল মোল্লা এবং সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান রাশেদ।
অনুষ্ঠানে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়, যেখানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর আত্মার মাগফিরাত কামনা করা হয়।
Leave a Reply