শান্তিগঞ্জ প্রতিনিধি :
শান্তিগঞ্জ উপজেলার পূর্ব বীরগাঁও ইউনিয়নের বীরগাঁও গ্রামে রামাদান ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে হতদরিদ্র ১৫০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে আব্দুল্লাহ ফাউন্ডেশন। শুক্রবার (২১ মার্চ) দুপুরে এ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীরগাঁও গ্রামের প্রবীণ মুরুব্বি নুরজালাল করিম, বীরগাঁও দাখিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা নুর আহমদ, ৭ নম্বর ওয়ার্ড মেম্বার জুবায়েল আহমদ, ৫ নম্বর ওয়ার্ড মেম্বার আব্দুল বাছিত, সাবেক মেম্বার রাহেল আহমদ, ইকবাল হোসেন ইকুল, সজিব আহমদ, বাবুল আহমদ এবং আব্দুল্লাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান গোলাব হাসান হেলেনসহ অন্যান্য ব্যক্তিবর্গ।
আব্দুল্লাহ ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আজমল আহমদ জানান, “প্রবাসী ও কয়েকজন শিল্পপতির অর্থায়নে দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার প্রদান কার্যক্রম চলছে। ইনশাআল্লাহ, এই সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
এ উদ্যোগে সুবিধাভোগী পরিবারগুলোর মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা আব্দুল্লাহ ফাউন্ডেশনের এই মানবিক উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতে এমন উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।
Leave a Reply