যশোর সংবাদদাতা :
যশোরের চৌগাছা উপজেলার মশ্যমপুর (ঢেকিপোতা) গ্রামে রিক্তা (৪০) নামে এক নারীকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে। বুধবার (৯ এপ্রিল ২০২৫) সকাল সাড়ে ১০টার দিকে এ মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত রিক্তা উপজেলার ৫ নম্বর মশ্যমপুর গ্রামের বাসিন্দা। তিনি রোকন ওরফে রাকিবের দ্বিতীয় স্ত্রী। স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ছয় মাস আগে রিক্তার সঙ্গে রোকনের বিয়ে হয়। বিয়ের পর থেকে রোকনের প্রথম স্ত্রী বিলকিস ও দ্বিতীয় স্ত্রী রিক্তা একই বাড়িতে বসবাস করছিলেন।
স্থানীয়রা জানান, ঘটনার সময় রোকনের প্রথম স্ত্রী বিলকিস বাজারে মাংস কিনতে গিয়েছিলেন এবং রোকন মাঠে কাজ করছিলেন। এই সুযোগে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে রিক্তাকে ঘাড়ে আঘাত করে হত্যা করে।
এলাকাবাসীর ধারণা, হত্যাকাণ্ডের পেছনে পারিবারিক কলহ অথবা সম্পত্তি সংক্রান্ত কোনো বিরোধ থাকতে পারে। ঘটনার পর নিহতের ঘর থেকে নির্মাণ কাজের জন্য রাখা আনুমানিক ২ থেকে ২.৫ লক্ষ টাকা চুরির খবরও পাওয়া গেছে।
এ ঘটনায় আরও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে রোকনের আচরণ নিয়ে। হত্যার পর থেকেই তিনি পলাতক, যা এলাকাবাসীর মধ্যে সন্দেহের জন্ম দিয়েছে। অনেকেই ধারণা করছেন, রোকন এই হত্যাকাণ্ডে জড়িত থাকতে পারেন।
চৌগাছা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
Leave a Reply