লালমনিরহাট সংবাদদাতা :
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় বৃহস্পতিবার (১০ এপ্রিল) ভোরে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে স্থানীয় বাসিন্দারা। ঝড়ের তাণ্ডবে বসতবাড়ি, দোকানপাট, গাছপালা এবং ফসলের মাঠ লণ্ডভণ্ড হয়ে গেছে। ঝড়ে উপড়ে পড়েছে বৈদ্যুতিক খুঁটি, ফলে পুরো উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, পাটগ্রাম পৌরসভা ও আশেপাশের ইউনিয়নগুলোতে শতাধিক কাঁচা ও পাকা ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। কলেজ মোড় এলাকায় অন্তত ১২টি দোকানের টিনের ছাউনি ও বেড়া উড়ে গেছে। পাশাপাশি ভুট্টা ও শাকসবজির ক্ষেত ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
ভুক্তভোগী রবিউল বলেন, “ঝড়ের কারণে আমাদের এখানে প্রায় ডজনখানেক দোকানের চালা ও বেড়া উড়ে গেছে। ব্যবসায় অনেক ক্ষতি হয়েছে।”
পাটগ্রাম উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আতাউর রহমান জানান, ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলো সরেজমিনে পরিদর্শন করা হয়েছে এবং ইউপি চেয়ারম্যানদের মাধ্যমে ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুতের কাজ চলছে।
এদিকে লালমনিরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. সাইখুল আরিফিন বলেন, “ফসলের ক্ষতির পরিমাণ নির্ধারণের জন্য উপজেলা কৃষি কর্মকর্তাকে মাঠপর্যায়ে তথ্য সংগ্রহের নির্দেশ দেওয়া হয়েছে।”
পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিল্লুর রহমান বলেন, “জেলা প্রশাসক মহোদয়ের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। ক্ষয়ক্ষতির তালিকা ও আনুমানিক হিসাব আমরা জমা দিয়েছি। আশা করছি, রবিবার বা সোমবারের মধ্যেই ক্ষতিগ্রস্তদের সহযোগিতা দেওয়া সম্ভব হবে।”
প্রাক-বৈশাখী এই ঝড় এলাকায় আতঙ্ক ছড়িয়ে দেয়। ক্ষতিগ্রস্তরা দ্রুত সরকারি সহায়তা পাওয়ার আশায় দিন গুনছেন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিস্থিতি পর্যবেক্ষণ করে যত দ্রুত সম্ভব সহায়তা পৌঁছে দেওয়া হবে।
Leave a Reply