নিজস্ব প্রতিবেদক:
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার হালিমা খাতুন মহিলা কলেজের দাখিল পরীক্ষা কেন্দ্রে গণিত বিষয়ের পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ১১ জন পরীক্ষার্থীকে তাৎক্ষণিকভাবে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) পরীক্ষার সময় এ ঘটনা ঘটে। একই সঙ্গে দায়িত্বে অবহেলা ও অসদুপায়ে সহযোগিতার অভিযোগে কেন্দ্রের দায়িত্বে থাকা পাঁচজন সহকারী শিক্ষককে ১০ হাজার টাকা করে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইকবাল হাসান পরীক্ষা কেন্দ্র পরিদর্শনের সময় এই অনিয়ম শনাক্ত করে তাৎক্ষণিক এ ব্যবস্থা গ্রহণ করেন।
ইউএনও মো. ইকবাল হাসান বলেন, “পরীক্ষা কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত পাঁচজন শিক্ষক দায়িত্বে অবহেলা এবং অসদুপায় অবলম্বনে সহযোগিতার অভিযোগে দায়ী প্রমাণিত হওয়ায় তাদের জরিমানা করা হয়েছে এবং কেন্দ্রের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান।”
তিনি আরও জানান, বহিষ্কৃত শিক্ষার্থীরা পরবর্তী পরীক্ষায় অংশ নিতে পারবে। কেবলমাত্র ওই দিনের গণিত পরীক্ষার খাতা বাতিল করা হয়েছে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরীক্ষা কেন্দ্রের শৃঙ্খলা ও স্বচ্ছতা বজায় রাখতে কঠোর নজরদারি অব্যাহত থাকবে। অনিয়ম রোধে কোনো ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন ইউএনও।
Leave a Reply