নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি:
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হলো মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাজহারুল ইসলাম চৌধুরী।
সভায় বক্তারা সীমান্ত পরিস্থিতিকে ‘উদ্বেগজনক’ বলে অভিহিত করেন। বিশেষ করে নাইক্ষ্যংছড়ির ফুলতলী সীমান্ত থেকে মুফিজুর রহমান নামের এক বাংলাদেশি কাঠুরিয়াকে মিয়ানমারের বিদ্রোহী সংগঠন আরাকান আর্মি ধরে নিয়ে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে সবাই তীব্র উদ্বেগ প্রকাশ করেন। বক্তারা এই ঘটনায় রাষ্ট্রীয় পর্যায়ে দ্রুত হস্তক্ষেপ করে তাকে ফিরিয়ে আনার জন্য জোর দাবি জানান।
সভায় নাইক্ষ্যংছড়ি থানার সেকেন্ড অফিসার মুহাম্মদ ইউনুছ, মৎস্য কর্মকর্তা চয়ন বিশ্বাস, এনএসআই’র সহকারী পরিচালক মোহাম্মদ হোসেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও সাংবাদিক মাঈনুদ্দিন খালেদ, সাংবাদিক আব্দুর রশিদ, ১১ বিজিবি ও ৩৪ বিজিবির প্রতিনিধিসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
বক্তারা সীমান্তে মাইন বিস্ফোরণ, ভোটার তালিকা সংশ্লিষ্ট জটিলতা, বাইশারীতে বিজিবির টহল জোরদার, দুই সন্ত্রাসী গ্রুপের মধ্যে ৩ শত রাউন্ড গোলাগুলির ঘটনা, রাবার বাগানে চুরি-ডাকাতি ও পুলিশি তৎপরতা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
সভাপতির বক্তব্যে ইউএনও মাজহারুল ইসলাম চৌধুরী বলেন, “জনসচেতনতা সৃষ্টি ছাড়া সীমান্তে চোরাচালান রোধ সম্ভব নয়। শুধুমাত্র প্রশাসন ও বিজিবির চেষ্টা যথেষ্ট নয়।” তিনি পাহাড় ও মাটি কাটা বন্ধে প্রশাসনের পাশাপাশি বিজিবি ও পুলিশকে আরো কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান।
সভা শেষে উপজেলা মাসিক সাধারণ সভা, চোরাচালান বিরোধী কমিটির সভা, মাদকদ্রব্য প্রতিরোধ কমিটি এবং দ্রব্যমূল্য বিষয়ক কমিটির সভাও অনুষ্ঠিত হয়।
সর্বোপরি, নাইক্ষ্যংছড়ি সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয় জনসাধারণকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়।
Leave a Reply