চট্টগ্রাম সংবাদদাতা :
পথশিশুদের সমাজ ও রাষ্ট্রের মূলধারায় ফিরিয়ে আনতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) এক ব্যতিক্রমধর্মী উদ্যোগে অনুষ্ঠিত হলো বিশেষ আলোচনা সভা ও উপহার সামগ্রী বিতরণী অনুষ্ঠান।
আজ বৃহস্পতিবার দুপুর ২টা ৪০ মিনিটে দামপাড়া পুলিশ লাইন্সস্থ মেট্রোপলিটন শ্যুটিং ক্লাবে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন সিএমপি কমিশনার জনাব হাসিব আজিজ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ফারুক ই আজম, মাননীয় উপদেষ্টা, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।
অনুষ্ঠানের শুরুতে ১৬০ জন পথশিশুর অংশগ্রহণে এক প্রীতিভোজের আয়োজন করা হয়। প্রীতিভোজ শেষে শিশুদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়, যা তাদের মুখে হাসি ফোটায় এবং মুহূর্তটিকে করে তোলে আনন্দঘন।
আলোচনা সভায় অতিথিবৃন্দ সমাজের সকল স্তরের মানুষের প্রতি আহ্বান জানান, বিশেষ করে সমাজের বিত্তবানদেরকে পথশিশুদের সহায়তায় এগিয়ে আসার অনুরোধ করেন। বক্তারা বলেন, পথশিশুরাও এ দেশেরই নাগরিক। তাদের উন্নয়ন এবং পুনর্বাসনে সম্মিলিত প্রচেষ্টা জরুরি।
সভায় পথশিশুদের জীবনমান উন্নয়নে করণীয় বিষয়ে নানা পরামর্শ ও নির্দেশনা তুলে ধরা হয়। এমন মানবিক উদ্যোগ সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়ে দেয়, যা ভবিষ্যতে পথশিশুদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজক ও অতিথিবৃন্দ।
Leave a Reply