সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৭:৪১ পূর্বাহ্ন
Title :
পাকিস্তানের বিপক্ষে সহজ জয়ে এগিয়ে গেল বাংলাদেশ রোহিঙ্গাদের জন্য ১১ মিলিয়ন ডলার তহবিল ঘোষণা যুক্তরাজ্য ও কাতারের সরকারি অফিসে হয়রানি উত্তরণে চালু হচ্ছে ‘অ্যাপ’ দুর্নীতির বিরুদ্ধে অন্তর্বর্তী সরকার কঠোর অবস্থান নিতে পারেনি : ইফতেখারুজ্জামান ১৮তম কাউন্সিল অব দ্য কলেজ সভা অনুষ্ঠিত সুপ্রিম কোর্ট সচিবালয়ে ৪৮৯ পদে নিয়োগের সিদ্ধান্ত সীমান্তে যুদ্ধাবস্থা নেই অথচ মানুষকে গুলি করে মারা হয় : পররাষ্ট্র উপদেষ্টা বিয়ের গুঞ্জনে পানি ঢাললেন কনা নির্বাচন-গণভোটের প্রস্তুতি নিয়ে প্রধান উপদেষ্টাকে অবহিত করলেন সিইসি তফসিল ঘোষণার ৪৮ ঘণ্টার মধ্যে পোস্টার না সরালে ব্যবস্থা

শরণখোলায় মিথ্যা প্রচারের প্রতিবাদে বিএনপি নেত্রীর সংবাদ সম্মেলন

  • আপডেট টাইম : রবিবার, ৬ জুলাই, ২০২৫, ১০.৩৩ অপরাহ্ণ
  • ২০৬ বার

বাগেরহাট সংবাদদাতা:

বাগেরহাটের শরণখোলায় আসন্ন উপজেলা বিএনপির কাউন্সিলকে ঘিরে মিথ্যা ও কুরুচিপূর্ণ অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন সভাপতি প্রার্থী বিএনপি নেত্রী আঞ্জুমান আরা আলো।

রোববার (৬ জুলাই) দুপুর ১২টায় উপজেলা সদর রায়েন্দা পাঁচরাস্তা মোড়ে বিএনপির অস্থায়ী দলীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। লিখিত বক্তব্যে আঞ্জুমান আরা আলো বলেন, উপজেলা বিএনপির আরেক সভাপতি প্রার্থী ও সদস্য সচিব আনোয়ার হোসেন পঞ্চায়েত সম্প্রতি তার বিরুদ্ধে অসত্য ও কুরুচিপূর্ণ তথ্য উপস্থাপন করেছেন। এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, “আমি শরণখোলা উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা মরহুম সামছুল আলম তালুকদারের ভাইয়ের মেয়ে এবং আমার স্বামী মতিয়ার রহমান খান উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও খোন্তাকাটা ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান ছিলেন। এরশাদ বিরোধী আন্দোলন থেকে শুরু করে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের বিরুদ্ধেও আমরা সক্রিয় মাঠে থেকেছি। আওয়ামী লীগ সরকারের আমলে বারবার মামলা হামলার শিকার হয়েছি।”

তিনি অভিযোগ করে বলেন, “দলীয় কিছু সুবিধাবাদী নেতা যাদের কখনো আন্দোলন-সংগ্রামে ভূমিকা ছিল না, তারা আজ নিজেদের পরাজয় আঁচ করে আমার প্যানেলের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন এবং কাউন্সিল বাধাগ্রস্ত করার অপচেষ্টা করছেন।”

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আসন্ন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রার্থী বেল্লাল হোসেন মিলন, সাউথখালী ইউনিয়ন বিএনপি সভাপতি শহিদুল ইসলাম লিটন, সাংগঠনিক সম্পাদক প্রার্থী শামীম আহম্মেদ বাদল, খোন্তাকাটা ইউনিয়ন বিএনপি সভাপতি মহিউদ্দিন শাহজাহান, সাধারণ সম্পাদক হুমায়ূন কবীর, রায়েন্দা ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক আঃ মজিদসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী।

সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন নেতারা।

সংবাদ সম্মেলন শেষে আঞ্জুমান আরা আলোর নেতৃত্বে বিএনপি নেতাকর্মীদের একটি প্রতিবাদ বিক্ষোভ মিছিল রায়েন্দা বাজার প্রদক্ষিণ করে পাঁচরাস্তা মোড়ে পথসভা করে।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Footer Widget

Footer Widget

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© 2019, All rights reserved.
Design by Raytahost.com