নওয়াপাড়া সংবাদদাতা :
যশোর-খুলনা মহাসড়কের চেংগুটিয়া বুড়োর দোকান থেকে উড়োতলা পর্যন্ত অংশে সড়ক সংস্কার কাজ ও কাদা-খোড়াখুঁড়ির কারণে যান চলাচলে ভয়াবহ দুর্ভোগে পড়েছেন চালক ও সাধারণ যাত্রীরা। ভারী যানবাহন চলাচলের অনুপযোগী এই সড়কে প্রতিনিয়ত তৈরি হচ্ছে তীব্র যানজট, যা ঘন্টার পর ঘন্টা ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।
বিশেষ করে বুড়োর দোকান সংলগ্ন এলাকায় খোড়াখুঁড়ি ও কাদা জমে থাকার কারণে ১০ ও ১৬ চাকার মতো ভারী যানবাহন প্রায়ই আটকে পড়ছে। এসব যান আটকে যাওয়ার ফলে পুরো সড়কে সৃষ্টি হচ্ছে যানজট। এমনকি, সরেজমিনে দেখা গেছে, মাঝে মাঝে ভারী যানবাহন রাস্তায় উল্টে গিয়ে আরও বিপজ্জনক পরিস্থিতির জন্ম দিচ্ছে।
এদিকে, যশোর সড়ক ও জনপথ (সওজ) বিভাগ চেংগুটিয়া, নওয়াপাড়া নূরবাগ ও ভাঙাগেট বাজার এলাকায় একযোগে আরসিসি ঢালাইয়ের কাজ শুরু করেছে। যদিও নওয়াপাড়া ও ভাঙাগেট এলাকায় কাজ প্রায় শেষের পথে, চেংগুটিয়া এলাকায় সড়ক খুঁড়ে ফেলার পর এখন সেখানে কাদা ও পানি জমে চলাচল আরও কষ্টকর হয়ে উঠেছে। রাস্তার অবস্থা এখন ধানক্ষেতের মতো কর্দমাক্ত।
প্রকল্প অনুযায়ী রাতে কাজ করার কথা থাকলেও দ্রুত কাজ শেষ করতে দিনেও কাজ চলছে, যার ফলে যান চলাচলে বিঘ্ন আরও বেড়ে গেছে।
সওজের এক প্রকৌশলী বলেন, “আমরা দ্রুত কাজ শেষ করার চেষ্টা করছি। তবে টানা বৃষ্টির কারণে কাজ কিছুটা ব্যাহত হচ্ছে। তারপরও যানবাহন চলাচলের উপযোগী করতে নিরলসভাবে কাজ চলছে।”
আটকে পড়া গাড়ি সরাতে মাঝে মাঝে সড়ক বিভাগের এক্সক্যাভেটর ব্যবহার করা হচ্ছে বলেও জানা গেছে।
স্থানীয় চালক ও পথচারীরা বলেন, “প্রতিদিন ঘন্টার পর ঘন্টা যানজটে বসে থাকতে হচ্ছে। এই দুর্ভোগ আর কতোদিন চলবে? দ্রুত রাস্তার কাজ শেষ করে চলাচলের উপযোগী করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ প্রয়োজন।”
Leave a Reply