অনলাইন ডেক্স :
শ্রীলঙ্কা সফরের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচটি এখন সিরিজ নির্ধারণী। সিরিজে ১-১ সমতা ফেরানোর পর মঙ্গলবার পাল্লেকেলেতে মুখোমুখি হয় বাংলাদেশ ও শ্রীলঙ্কা। টস জিতে ব্যাটিংয়ে নেমে কুশল মেন্ডিসের দুর্দান্ত সেঞ্চুরিতে বড় সংগ্রহ গড়ে ২৮৫ রান তুলে ফেলে লঙ্কানরা। টাইগারদের জিততে হলে করতে হবে ২৮৬ রান।
ম্যাচের শুরুতেই লঙ্কান ব্যাটিংয়ে আঘাত হানেন তানজিম হাসান সাকিব। ইনিংসের দ্বিতীয় ওভারেই মাত্র ১ রানে নিশান মাদুশকাকে ফিরিয়ে দেন তিনি। তবে এরপর কুশল মেন্ডিস ও পাথুম নিশাঙ্কা মিলে প্রাথমিক ধাক্কা সামাল দিয়ে ৫৬ রানের জুটি গড়েন। নিশাঙ্কা করেন ৪৭ বলে ৩৫ রান, তাকে আউট করেন তানভীর ইসলাম।
কামিন্দু মেন্ডিস সুবিধা করতে পারেননি, ২০ বলে ১৬ রান করে মেহেদী হাসান মিরাজের শিকার হন। কিন্তু একপ্রান্তে কুশল মেন্ডিস ধরে রেখে তুলে নেন নিজের ষষ্ঠ ওয়ানডে সেঞ্চুরি (৯৫ বলে), যা বাংলাদেশের বিপক্ষে তার দ্বিতীয়। তাকে দারুণভাবে সঙ্গ দেন অধিনায়ক চারিথ আসালাঙ্কা, যিনি ৬০ বলে পূর্ণ করেন ফিফটি।
এই দুই ব্যাটার মিলে ১২৪ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়েন। পরে ৬৮ বলে ৫৮ রান করে ফিরেন আসালাঙ্কা। এরপর দ্রুত উইকেট হারায় শ্রীলঙ্কা। জেনিথ লিয়ানাগে (১২), দুনিথ ওয়াল্লেগে (৬) দ্রুত ফিরেন। শেষ পর্যন্ত ১১৪ বলে ১২৪ রান করে কুশল মেন্ডিস আউট হন।
তবে শেষদিকে হাসারাঙ্গা ও চামিরার ক্যামিওতে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ২৮৫ রান সংগ্রহ করে লঙ্কানরা।
বাংলাদেশের পক্ষে মেহেদী হাসান মিরাজ ও তাসকিন আহমেদ দু’টি করে উইকেট নেন।
এখন টাইগারদের সামনে চ্যালেঞ্জ—সিরিজ জয়ের জন্য ২৮৬ রানের লক্ষ্য তাড়া করা। পাল্লেকেলের উইকেটে এই রান তাড়া সহজ হবে না, তবে বাংলাদেশের ব্যাটিং ইউনিট যদি দৃঢ়তা দেখাতে পারে, তবে জয় অসম্ভব নয়।
Leave a Reply