মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৪:৫৪ পূর্বাহ্ন

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে এনসিপির ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’

  • আপডেট টাইম : শুক্রবার, ১১ জুলাই, ২০২৫, ৯.২৯ অপরাহ্ণ
  • ২২২ বার

ডেক্স নিউজ :

২০২৪ সালের ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি চালিয়ে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শহীদদের কবর থেকে শুরু করে সাধারণ মানুষের উঠান পর্যন্ত পৌঁছে দেওয়া হচ্ছে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান—এই কর্মসূচির মাধ্যমে।

দলের পক্ষ থেকে জানানো হয়, এই পদযাত্রার প্রধান উদ্দেশ্য হলো সাধারণ মানুষের মতামত জানা—তারা কেমন বাংলাদেশ চায়, নতুন ধারার রাজনীতি নিয়ে কী ভাবছে এবং তরুণ রাজনীতিকদের প্রতি তাদের প্রত্যাশা কী।

এক বিবৃতিতে এনসিপি জানায়, “যদিও এক বছর অতিক্রান্ত হয়েছে, সরকার এখনো ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের স্বীকৃতি দেয়নি। শহীদ, আহত এবং নেতৃত্বদানকারীদের অবদানকে সম্মান জানাতে ও রাজনৈতিক নিরাপত্তা নিশ্চিত করতে একটি ঘোষণাপত্র দেওয়া জরুরি হয়ে উঠেছে।”

দলটি হুঁশিয়ারি দিয়ে জানায়, জুলাই মাসের মধ্যেই যদি সরকার ঘোষণাপত্র না দেয়, তবে তারা জনগণ এবং সব ফ্যাসিবাদবিরোধী পক্ষকে সঙ্গে নিয়ে নিজ উদ্যোগে ‘জুলাই ঘোষণাপত্র’ প্রকাশ করবে। পাশাপাশি, ভবিষ্যতের রাষ্ট্র পরিচালনার ভিত্তি হিসেবে একটি সময়োপযোগী ও স্পষ্ট “জুলাই সনদ” প্রণয়নের দাবি জানানো হয়েছে।

জাতীয় নাগরিক পার্টির মতে, বিচারহীনতা, বৈষম্য ও দলীয় দখলদারিত্বের বিপরীতে একটি গণতান্ত্রিক, অংশগ্রহণমূলক এবং ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা গঠনের জন্য এখনই সময় ঐক্যবদ্ধ হওয়ার।

দলের আহ্বান, “এখনই সময়—জুলাই ঘোষণাপত্র, জুলাই সনদ, বিচার, সংস্কার ও নতুন সংবিধানের দাবিতে সার্বিক জাতীয় ঐক্যের।”

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Footer Widget

Footer Widget

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© 2019, All rights reserved.
Design by Raytahost.com