যশোর সংবাদদাতা :
যশোরে দ্যোতনা সাহিত্য পরিষদের আয়োজনে শুক্রবার (১১ জুলাই) বেলা ১১টায় অনুষ্ঠিত হলো সংবর্ধনা, কবিতা পাঠ ও আলোচনা অনুষ্ঠান। সরকারি মাইকেল মধুসূদন কলেজ, যশোর-এর নবনিযুক্ত অধ্যক্ষ, খ্যাতিমান কবি ও গবেষক ড. মিজানুর রহমানকে এ অনুষ্ঠানে সংবর্ধনা প্রদান করা হয়।
একই সঙ্গে বরেণ্য কবি আল মাহমুদের নব্বইতম জন্মদিন এবং আষাঢ়ের ঝরোঝরো বৃষ্টির আবহে কবিতা ও কথামালায় মুখর হয়ে ওঠে সাহিত্য পরিষদের এই আড্ডা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দ্যোতনা সাহিত্য পরিষদের সভাপতি অধ্যক্ষ ড. শাহনাজ পারভীন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংবর্ধিত ড. মিজানুর রহমান এবং প্রধান আলোচক ছিলেন শিক্ষাবিদ ও প্রবন্ধকার প্রফেসর ড. মুস্তাফিজুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন কবি ও গবেষক ড. সবুজ শামীম আহসান, যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও দৈনিক গ্রামের কাগজের বিশেষ প্রতিনিধি দেওয়ান মোর্শেদ আলম এবং কবি অ্যাডভোকেট জিএম মুসা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পরিষদের অর্থ সম্পাদক কবি অরুণ বর্মন। আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন কবি ও গীতিকার মুক্তিযোদ্ধা আহাদ আলী, কবি ও সহকারী অধ্যাপক মঞ্জুয়ারা সোনালী, কবি ও সংগঠক গাজী শহিদুল ইসলাম, কবি আবু রায়হান, রেবেকা টপি ও কাজী নূর।
কবিতা পাঠ ও আলোচনা পর্বে অংশ নেন কবি শরীফ হোসেন ধীমান, মাহমুদা খাতুন, ছড়াকার রশিদ শিমুল এবং কবি সানজিদা খাতুন।
অনুষ্ঠানে ঘোষণা দেওয়া হয়, এ বছর যারা এসএসসি পাস করেছে, তাদের মধ্যে কবি-সাহিত্যিকদের সন্তানদের পরবর্তী আয়োজনে সংবর্ধিত করা হবে।
সবশেষে এক আনন্দঘন পরিবেশে অতিথিদের জন্য মিষ্টিমুখের আয়োজনের মাধ্যমে সমাপ্তি ঘটে অনুষ্ঠানের।
Leave a Reply